দুর্যোগ ও যুদ্ধবিধ্বস্ত সুদানে এবার নতুন করে দেখা দিয়েছে কলেরার প্রাদুর্ভাব। পানিবাহিত এই রোগে দেশটিতে এখন পর্যন্ত ৩১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কলেরায় আক্রান্ত হয়েছে অন্তত ৯ হাজার ৫৩৩ নাগরিক।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৩৩ জনে পৌঁছেছে।
গত ১৭ আগস্ট দেশজুড়ে কলেরার প্রাদুর্ভাব ঘোষণা করেন সুদানের স্বাস্থ্যমন্ত্রী হাইথাম মোহাম্মদ ইব্রাহিম। যুদ্ধের কারণে সৃষ্ট পরিবেশগত অবস্থার অবনতি এবং অপরিষ্কার পানির ব্যবহারকে কলেরা ছড়িয়ে পড়ার জন্য দায়ী করেছে মন্ত্রণালয়।
২০২৩ সালের এপ্রিলে সুদানের সশস্ত্র বাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে দেশটিতে কলেরা, ম্যালেরিয়া, হাম ও ডেঙ্গুজ্বরের মতো মহামারী রোগ ছড়িয়ে পড়েছে। এসব রোগে ইতোমধ্যে শত শত লোক মারা গেছে।
সংঘর্ষের দেশটির অন্তত ১৬ হাজার ৬৫০ জন নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আরও পড়ুন: সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত