গত ৭ অক্টোবর হামাসের হামলার পর অপহৃতদের মধ্যে একজন আরব নাগরিককে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (২৭ আগস্ট) আইডিএফ জানিয়েছে, কায়েদ ফারহান আলকাদি (৫২) নামের ওই ব্যক্তিকে দক্ষিণ গাজা উপত্যকায় একটি জটিল অভিযানের পর উদ্ধার করা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় দেশটির অন্তত ১ হাজার ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। সে সময় ২৫০ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠীটি, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
আরও পড়ুন: রাফায় ইসরায়েলের বিজয় ঘোষণা
ওই ঘটনার পর থেকে হামাস নির্মূলে গাজায় ক্রমাগত অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। হামলায় গাজার ২৩ লাখ মানুষের ৯০ শতাংশই বাস্তুচ্যুত হয়েছে। গত প্রায়া ১১ মাসে উপত্যকার অবরুদ্ধ অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।
হামাসের কাছে এখনও প্রায় ১১০ জন জিম্মি রয়েছে, যাদের প্রায় এক-তৃতীয়াংশ ইতোমধ্যে নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
এ পর্যন্ত দুটি অভিযানে মোট আটজন জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল। হামাস বলছে, ইসরায়েলি বিমান হামলা ও উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছে।
লড়াইয়ের মাঝেই গত কয়েক মাস ধরে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার।
আরও পড়ুন: গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ২৬৫