২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ১৫টি প্রস্তাবের একটিও না থাকায় ক্ষুব্ধ স্বর্ণ ব্যবসায়ী ও জুয়েলার্স খাতের ব্যবসায়ীদের এই সংগঠন।
রবিবার (৯ জুন) রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সংস্থাটির কার্যালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাজুস নেতারা।
তারা বলেন, জুয়েলার্স সেক্টর বাজেট থেকে কিছুই পায়নি এবং গয়না ব্যবসায়ীদের টিকে থাকার জন্য বাজেটে অন্তর্ভুক্ত করতে আবারও ১৫ দফা দাবি বিবেচনার অনুরোধ করেন তারা।
আরও পড়ুন: দেশে প্রতিদিন ২৫০ কোটি টাকার পাচারের স্বর্ণ, গহনা ঢুকছে: বাজুস
এছাড়া স্বর্ণালঙ্কারের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা এবং কর কর্মকর্তাদের সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বাজুসের পক্ষে বক্তব্য রাখেন বাজুস স্ট্যান্ডিং কমিটির ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশন সম্পর্কিত চেয়ারম্যান ও নির্বাহী সদস্য আনোয়ার হোসেন।
তিনি বলেন, জুয়েলারি শিল্পে উদ্যোক্তা উন্নয়নে বাজুস উৎসাহিত করলেও এনবিআর নীতি সহায়তা নিয়ে এগিয়ে আসছে না। পাশাপাশি তারা (কর কর্মকর্তারা) ভ্যাট আদায়ের নামে সারাদেশে গয়না ব্যবসায়ীদের হয়রানি করছে। ১০ টাকা ভ্যাট আদায়ের নামে ৯০ টাকা ঘুষ নেওয়ার সংস্কৃতি থেকে এনবিআরকে বেরিয়ে আসতে হবে।
কর ফাঁকি বন্ধ না হলে জুয়েলারি ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবেন বলে হুমকি দেন তিনি।
এ সময় আরও ছিলেন- বাজুসের মুখপাত্র ড. দিলীপ কুমার রায়, উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুস ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের স্থায়ী কমিটির সদস্য সচিব পবন কুমার আগরওয়াল।
আরও পড়ুন: স্বর্ণ শোধনাগার শিল্পে ১০ বছরের কর মওকুফ চায় বাজুস