বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জয়নাল হাজারীকে দ্বিতীয় নামাজে জানাজা শেষে ফেনী পৌর শহরের মাস্টারপাড়া হাজারী বাড়ির মুজিব উদ্যানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে ৩টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয়নাল হাজারীর মরদেহ এসে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ হাজারো মানুষ তাকে এক নজর দেখতে সেখানে ভিড় করেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
এর আগে একই দিন সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
৭৬ বছর বয়সী প্রবীণ এই নেতা সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের এক কর্মকর্তা জানান, জয়নাল হাজারী হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১৫ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।