উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে রওনা দিয়ে লন্ডন পৌঁছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে তার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে জানান, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
কাতার রাজপরিবারের এয়ারবাস এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ৭৯ বছর বয়সী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
যুক্তরাজ্যে পৌঁছানোর পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। রাত ৮টা ১২ মিনিটে গুলশানে তার বাসভবন ফিরোজা থেকে রওনা দেন এই রাজনীতিবিদ।
গুলশানের বাসা থেকে বিমানবন্দরের পথে পুরোটা সময় নেতাকর্মীদের বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হয়ে রাত ১০টা ৫১ মিনিটে আট নম্বর গেট দিয়ে তার মোটর শোভাযাত্রা বিমানবন্দরে পৌঁছায়।
দলীয় সূত্র জানায়, এর আগে চেয়ারপারসনের অফিসের কর্মীরা তার ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে রেখেছেন।
পথে পথে হাজারো নেতাকর্মীর ভিড় পেরিয়ে বিমানবন্দরে যেতে তার দেড় ঘণ্টার বেশি সময় লাগে। তাকে বিদায় জানাতে গুলশান, কাকলী ও বিমানবন্দর সড়কে হাজার হাজার দলীয় নেতাকর্মী জড়ো হন। লন্ডনে যাওয়ার আগে তাকে এক নজর দেখার জন্য সন্ধ্যায় বহু লোক তার বাসার সামনে আসেন।
ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের সহধর্মিনী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়-স্বজনরা তাকে বিদায় জানান।
আরও পড়ুন: বিমানবন্দরের পথে খালেদা জিয়া
দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে গত কয়েক বছর থেকে চেষ্টা চালাচ্ছেন তার পরিবারের সদস্যরা ও বিএনপি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে বিদেশ গিয়ে তার চিকিৎসা নেওয়ার পথ খুলে যায়।
লন্ডনে গিয়ে সরাসরি একটি ক্লিনিকে ভর্তি হবেন তিনি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জন হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাবেন চিকিৎসার জন্য।
সঙ্গে যারা গেছেন
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি। এ ছাড়াও আছেন চারজন চিকিৎসক ও প্যারামেডিক্স।
বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যও যাবেন তার সঙ্গে। চিকিৎসকরা হলেন— মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।
এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও তার সঙ্গে গিয়েছেন।
এয়ার অ্যাম্বুলেন্সটিতে সর্বাধুনিক চিকিৎসা সুবিধার যন্ত্রপাতি ও ল্যাবরেটরিও রয়েছে বলে সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া