নিহত মারুফ (২৬) নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের ড্রাইভার পাড়ার মোসলেম মোল্যার ছেলে। তিনি মাদক ব্যবসায়ী এবং ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল ও শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধারের দাবি করেছে র্যাব।
র্যাব-৬ এর অধনিায়ক লে. কর্নেল রওশন কবীর দাবি করেন, চলশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা এলাকার মধ্যবর্তী সরখোলা গ্রামের একটি মাঠে মারুফ মোল্যাসহ আরও ২/৩ জন মাদক ব্যবসায়ী ফেনসিডিল ভাগাভাগি করছিল।
‘গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি টিম ঘটনাস্থলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুইজন র্যাব সদস্য আহত হয়। পরর্বতীতে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে মারুফ মোল্যা আহত হয়। অন্য মাদক ব্যবসায়ীরা এ সময় পালিয়ে গেলে র্যাব সদস্যরা আহত মারুফ মোল্যাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়,’ বলেন তিনি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ ফয়সাল জানান, রাত ৯টার পর মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।
নিহত মারুফ মোল্যার লাশ র্বতমানে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত র্যাবের দুইজন সদস্যকে খুলনায় নেভি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অভয়নগরে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
যশোরের অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের একটি মাঠে বৃহস্পতিবার রাতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।