রাজধানীর তেজগাঁওয়ে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে রেললাইনের ওপর ক্রেন পড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে দেশের অন্যান্য স্থানের ট্রেন যোগাযোগ আধা ঘণ্টা বন্ধ ছিল।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুনীল বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৭টার দিকে মগবাজার-তেজগাঁও রেললাইনের ওপর পড়ে গেলে ঢাকার সঙ্গে দেশের অন্যান্য স্থানের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, তবে রেললাইন থেকে ক্রেন সরানো হলে আধা ঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: টঙ্গীতে বিআরটি ক্রেন উল্টে দোকানে পড়ে আহত ৫
গাজীপুরে ক্রেন উল্টে লাইনে: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ