কুড়িগ্রামের রৌমারীর শৌলমারী বাজারে গুদাম ঘর থেকে ১৮১ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন চর শৌলমারী বাজারস্থ একটি গুদাম ঘরের ভেতর চোরাচালানের মাধ্যমে মজুদ করা ২৬ বস্তা ভারতীয় চিনি (প্রতিটি বস্তায় ৫০ কেজি) জব্দ করা হয়।
আরও পড়ুন: সিলেটে ২৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
তিনি আরও বলেন, একই বাজারে আরও একটি গুদাম ঘরে অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে রাখা ১৫৫ বস্তা ভারতীয় চিনি (প্রতিটিতে ৫০ কেজি) জব্দ করা হয়।
রুহুল আমীন বলেন, উক্ত ঘটনায় রৌমারী থানায় পৃথক ২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রাম জেলায় চোরাচালান বন্ধে জেলা প্রশাসন ও পুলিশ সম্মিলিতভাবে অভিযান অব্যাহত রেখেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।