ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে দেশে নারী নির্যাতন অনেকটাই কমে এসেছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক কবি জাফর ওয়াজেদ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধানমূলক প্রতিবেদনের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জাফর ওয়াজেদ বলেন, ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট’ আদালতে টিকে না। ভারতে এ আইনে দুটি মামলা আর বাংলাদেশে এ যাবৎ একটি মামলা হয়েছে।’
আরও পড়ুন: পিআইবির নতুন মহাপরিচালক সাংবাদিক জাফর ওয়াজেদ
বঙ্গবন্ধুর ৬ দফা, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা (৭১) পরবর্তী সমসাময়িক বিষয়ের ওপর ইতিহাস ও তথ্যসমৃদ্ধ বক্তব্যে জাফর ওয়াজেদ বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শিল্পী ও সাংবাদিক-লেখকদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। স্বাধীনতার পর ৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সংবাদপত্রগুলো অবাধ স্বাধীনতা ভোগ করেছিল। যার ফলে দৈনিক গণকণ্ঠ ও কিছু পত্রিকা স্বাধীনতা ও সরকারের বিরুদ্ধেও খুব লিখেছিল।
তিনি বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্বির লক্ষ্যে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমরা করোনাকালে ৪০০ সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছি। দেশের হাওর অঞ্চলের সাংবাদিকদের জন্য ও বতর্মানে মোবাইল সাংবাদিকতার ওপরও প্রশিক্ষণ দেয়া হবে।
আরও পড়ুন: পিআইবি চেয়ারম্যান হলেন আবেদ খান
পরে তিনি প্রশিক্ষিত সাংবাদিকদের সনদপত্র বিতরণ করেন।
প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, গোলাম কিবরীয়া জীবন, কাজী শাহাদাত, অধ্যাপক দেলোয়ার আহমেদ, এএইচএম আহসানউল্লাহ, প্রেসক্লাব সম্পাদক রহিম বাদশা প্রমুখ।
আরও পড়ুন: করোনায় প্রাণ গেল পিআইবির সহকারী অধ্যাপক কামরুন নাহার রুমার