চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘন করায় দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রবিবার বিকালে তাদের জরিমানা করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে কথিক চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বচনী আচরণ-বিধি লঙ্ঘন করে পাল্টাপাল্টি মোটরসাইকেল শোডাউন বের করেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ভুট্ট এবং কুড়লগাছি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন। এসময় তারা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখী হন। সেখানে নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থী কামালকে চার হাজার ও খলিলুরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে ভেজাল ওষুধ তৈরির অপরাধে ৪ জনের জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ জানান, নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচলানাকালে অভিযুক্ত ওই দুই চেয়ারম্যান প্রার্থীকে আর্থিক জরিমানা করা হয়। পরে তারা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।