এক দিন বন্ধ থাকার পর সোমবার (৮ জানুয়ারি) বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য।
তবে সোমবার দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
আরও পড়ুন: বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার
জাতীয় নির্বাচন উপলক্ষে বন্দরের নিরাপওার স্বার্থে বন্ধ ছিল আমদানি রপ্তানি বাণিজ্য।
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় রবিবার স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোমবার পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগে ইআরডিএফবির নিন্দা
বন্দর চালু হওয়ার পর ৮৯টি ট্রাক প্রবেশ করেছে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রাবন্দ্র সিংহা জানান, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে বন্দরে যেসব ভারতীয় খালি ট্রাক আটকা ছিল সেগুলো ভারতে ফিরে যেতে অর্ধ দিবস খোলা ছিল কাস্টমস কার্গো শাখা।