মেসের নিজ কক্ষ থেকে বুধবার (১৭ জানুয়ারি) রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত ছাত্রী সাতক্ষীরার মধুসূদন সরকারের মেয়ে বৃষ্টি সরকার (২২)। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের এমএম টাওয়ারের ষষ্ঠ তলার মেসে বাস করতেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই মশিউর রহমান জানান, বুধবার রাতে সহপাঠীরা কক্ষের বাইরে থেকে দেখতে পায় বৃষ্টি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে।
পরে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু. দা) ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে ছুটে গেছি। বৃষ্টির পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি দেখছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয় ১০ হাজার শিক্ষার্থীর একটি পরিবার। আমরা প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতার বিষয়ে শিক্ষকরা নিয়মিত কাউন্সিলিং করে থাকেন বলে জানান উপাচার্য।