আক্রান্তদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ বলে যশোরের সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে।
সিভিল সার্জন অফিস জানায়, আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলার দুজন, ঝিকরগাছা উপজেলায় তিনজন ও শার্শায় তিনজন এবং চৌগাছায় একজন রয়েছেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেছেন, দুদিন আগে আক্রান্তদের রিপোর্ট সংগ্রহ করে যবিপ্রবির ল্যাবে পাঠানো হয়।
শনিবার পাওয়া রিপোর্টে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই (নমুনা সংগ্রহকারী), ঝিকরগাছার মোবারকপুর গ্রামের এক বৃদ্ধা(৬০) ও বামনআলী গ্রামের পোশাক শ্রমিক নারীর(২০) নমুনায় পজেটিভ ধরা পড়েছে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার জানান, চৌগাছার পাশাপোল গ্রামের বানরহুদা গ্রামের অন্তঃসত্বা এক নারীর (২৮) শরীরে করোনার পজিটিভ রিপোর্ট এসেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষা শেষে শনিবার দুপুরে পাওয়া প্রতিবেদনে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ল্যাবে কর্মরত ও ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের বাসিন্দা এক যুবক (৩৮), ভারতফেরত সীমান্তবর্তী রুদ্র গ্রামের এক ব্যক্তি ও যশোর শহরের খড়কি এলাকায় এবং উপশহর এলাকার একজনের শরীরে করোনায় পজিটিভ এসেছে।