শেরপুরে মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাসচাপা দেওয়ায় ঘটা দুর্ঘটনায় আহত নারীরও মৃত্যু হয়েছে। এ নিয়ে অটোরিকশার চালকসহ মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৬ জনে।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কুকুরকে বাঁচাতে গিয়ে সিএনজিচালক রিফাত পরিবহনের বাসের সামনে পড়েন, আর বিপরীত দিক থেকে আসা বাসটি অটোরিকশাটিকে পিষে দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন, আর অটোরিকশার এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।
এর ফলে অটোরিকশাটির কোনো যাত্রীকেই বাঁচানো গেল না।
আরও পড়ুন: কুকুর বাঁচাতে গিয়ে শেরপুরে বাসের নিচে সিএনজি, নিহত ৫
নিহতরা হলেন- অটোরিকশার চালক শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের গোল কামারিয়া এলাকার আব্দুস সামাদের ছেলে লোকমান মিয়া (৫৫), উত্তর আলিনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৫), তার স্ত্রী উম্মে কুলছুম (৬৫), নকলা উপজেলার গজারিয়া এলাকার দুই শিক্ষার্থী কামরুজ্জামান ইমন (২৪) ও তার স্নাতক পড়ুয়া বোন মাইশা জেসমিন মীম (২০) এবং পশ্চিম চিথলিয়া গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নীনা রানী বিশ্বাস ((৪৫)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে স্থানীয়রা। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মগে পাঠানো হয়েছে। আমরা ঘটনটির তদন্ত করছি।’