শেরপুরে ঝিনাইগাতীর তেতুলতলায় ট্রাকচাপায় আহত সিএনজিচালক বিল্লাল হোসেন মারা গেছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিল্লাল হোসেন ঝিনাইগাতী উপজেলার সালধা এলাকার মাইদুল ইসলামের ছেলে। এ নিয়ে রবিবার সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেতুলতলা এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশার ওই মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে। গুরুতর আহতাবস্থায় পথচারী মাদরাসা শিক্ষক আব্দুল কাদের শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সকালের ওই দুর্ঘটনায় সিএনজি যাত্রী কাঠ ব্যবসায়ী খোরশেদ আলম (৩৪) ঘটনাস্থলেই নিহত হন। রবিবার দিবাগত রাতে গুরুতর আহত সিএনজি চালক বিল্লাল হোসেনেরও মৃত্যু হয়েছে।
এনিয়ে ওই সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হলো। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২