প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে পিআইবি।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সাংবাদিকতার বিকাশ ও সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করেন। তিনি সাংবাদিকদের মান-মর্যাদা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখেন। এরই ধারবাহিকতায় বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে।’
শুক্রবার দুপুরে পিআইবি’র উদ্যোগে সিলেট জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ‘সিআরসি, সিডো ও মীনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে নারী নির্যাতন কমেছে:পিআইবি মহাপরিচালক
পিআইবি’র মহাপরিচালক বলেন, ‘সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলতে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে পিআইবি’র ব্যবস্থাপনায় নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিনই একযোগে একাধিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটেও একযোগে একাধিক প্রশিক্ষণ চলমান রয়েছে।’
তিনি বলেন, ‘সাংবাদিকরা যদি কর্মক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় না দেন, তাহলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। পেশাদারিত্ব বাড়াতে সাংবাদিকদের প্রশিক্ষিত ও দক্ষ হতে হবে। পিআইবি এব্যাপারে বিশেষ ভূমিকা রেখে চলেছে। পিআইবি’র এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী দিনগুলোতে আরও বিস্তৃত করা হবে।
তিনি বলেন, ‘পিআইবি ইতোমধ্যে সাংবাদিকদের জন্য ডিপ্লোমা কোর্সসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম চালু করেছে।’
সিলেট নগরীর জিন্দাবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সিলেটের সাংবাদিকসহ ৩০ জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: পিআইবি চেয়ারম্যান হলেন আবেদ খান
সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার সমন্বয়কারী পিআইবি’র পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ, প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, উপ-পরিচালক মো. জাকির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম, সিলেটে কর্মশালার সমন্বয়কারী জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও পিআইবির কর্মকর্তারা।