সিরাজগঞ্জে কঠোর লকডাউনে অকারণে বাইরে ঘোরাফেরার করার অপরাধে ৬৬টি মামলায় ৭১ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নয় উপজেলায় আটটি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা করা হয়।
আরও পড়ুন: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৪৭ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
নির্বাহী ম্যাজিস্ট্রেট (করোনা সেলের দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসব ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে বাইরে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে ৬৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৭১ জনকে বিভিন্ন পরিমাণে ৪৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: একরাতে ৪ বাল্যবিয়ে বন্ধ করলেন সিরাজগঞ্জের সেই ইউএনও
এদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার সকল উপজেলায় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।