চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ওই শ্রমিকের নাম খাইরুল ইসলাম (২১)।
সোমবার (৯ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়াল।
খাইরুল পিরোজপুর কাউখালীর দাশের কাঁথি গ্রামের কামাল শেখের ছেলে। তিনি ওই শিপইয়ার্ড এলাকাতেই থাকতেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মীর মৃত্যু
হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৮০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন থাকা খাইরুল মারা যান।
তিনি আরও বলেন, ‘আরও ৬ জন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’
আরও পড়ুন: সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১২ শ্রমিক