নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় টায়ার তৈরির কারখানায় লাগা আগুন ১২ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নতি) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, রাত সাড়ে ১০টার দিকে গাজী টায়ার কারখানায় আগুন লাগে এবং পাঁচ মিনিটের মধ্যেই তারা খবর পান।
তিনি বলেন, খবর পেয়ে ডেমরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়।
রাবার ও টায়ারের মতো দাহ্য বস্তু থাকায় আগুনের তীব্রতা ব্যাপক আকার ধারণ করে এবং ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট আগের স্টেশনগুলোর সঙ্গে যোগ দেয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, মোট ১২০ জন দমকল কর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন এবং কারখানা থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তদন্তের পরই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।