খুলনায় গত অর্থবছরে (২০২৩-২৪) মাছের রপ্তানি আয় কমেছে ৬৭৯ কোটি টাকা।
গত অর্থ বছরে দুই হাজার ১৪৪ কোটি টাকার অধিক মাছ ও মাছজাত দ্রব্য বিদেশে রপ্তানি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল দুই হাজার ৮২৩ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে যার পরিমাণ ছিল দুই হাজার ৪৮৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১৬ হাজার মেট্রিক টন চিংড়ি রপ্তানি হয়ে এক হাজার ৭৪৪ কোটি টাকা এবং অন্যান্য মাছ রপ্তানির পরিমাণ ছিল ২৫ হাজার মেট্রিকটন ও রপ্তানি আয় ছিল চারশ’ কোটি টাকার অধিক।
জয়দেব পাল জানান, খুলনায় ইলিশের পাশাপাশি বাগদা ও গলদা চিংড়ির পাশাপাশি তেলাপিয়া, কাঁকড়া ও অন্যান্য সাদা মাছের ব্যাপক চাষ করা হয়।
উল্লেখ্য, খুলনা জেলায় ২৬ লাখ জনসংখ্যার বিপরীতে মোট মাছের উৎপাদন ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন। মাথাপিছু দৈনিক মাছ খাওয়ার চাহিদা মাথাপিছু ৫০ গ্রাম। জেলায় মোট মাছের চাহিদা ৫৭ হাজার মেট্রিক টন হওয়ায় খুলনায় ৬৮ মেট্রিক টনের মাছ বেশি থেকে যায়।