নির্বাচনী প্রচারণা
নির্বাচনী প্রচারণার শুরুতে সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের জন্য তার দলের প্রচারণা শুরু করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সিলেটে পৌঁছেছেন।
তিনি প্রথমে বিভাগীয় শহরে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। সেখানে তিনি কিছু সময় পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
আরও পড়ুন: বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী
পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরানের (রা.) মাজার জিয়ারত করেন। সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা ও মোনাজাত করেন।
প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উভয় স্থানে তার সঙ্গে ছিলেন।
মাজারে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ স্লোগান ও হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
দুপুর আড়াইটায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি।
আরও পড়ুন: গাজায় শান্তি প্রতিষ্ঠায় ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
২০ ডিসেম্বর সিলেটে শাহজালাল-শাহপরান মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা
৭৩৭ দিন আগে
২০ ডিসেম্বর সিলেটে শাহজালাল-শাহপরান মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ডিসেম্বর সিলেটে শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
দলীয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর সকালে তিনি সিলেট যাবেন। সেখানে হযরত শাহজালালের মাজার এবং এরপর হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন।
বিকালে তিনি আলিয়া মাদরাসা মাঠে জনসভা করবেন। যেটি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার প্রথম জনসভা।
আরও পড়ুন: বিজয় দিবসে বিশেষ ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হয় ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল (১৭ ডিসেম্বর)।
৬ থেকে ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হয় এবং ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আরও পড়ুন: ৫৩তম বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
১৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত (ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত) নির্বাচনী প্রচারণা চালানো যাবে।
নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: কাদের
৭৪১ দিন আগে
খুলনা সিটি নির্বাচন: প্রচারণা শেষ হচ্ছে আজ
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা শনিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে।
সোমবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় মধ্যরাতের পর কোনো প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৬ মে প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু হয়। প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় খুলনা মহানগরীতে।
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: ট্রাফিকের চেকপোস্টে ৯০ লাখ টাকা জরিমানা
এ বছর মেয়র পদে পাঁচজন, ২৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দুইজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। ২৮৯টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে তারা ইভিএমে ভোট দেবেন।
আরও পড়ুন: খুলনা সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: সিইসি
কেসিসি নির্বাচন: ১৩ জুন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
৯৩০ দিন আগে
গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন
নির্বাচনী প্রচারণার সময় গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির এনএইচকে টেলিভিশন।
পশ্চিম জাপানের নারাতে শুক্রবার বক্তব্য শুরু করার কয়েক মিনিট পর পেছন থেকে গুলি করা হয় আবেকে। তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
৬৭ বছর বয়সী আবে ২০২০ সালে শারীরিক কারণে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন।
পুলিশ হামলার ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ
দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, আবে ‘গুরুতর অবস্থায়’ ছিলেন এবং তিনি আশা করেছিলেন আবে বেঁচে যাবেন।
প্রকাশিত ফুটেজ-এ দেখা গেছে, আবে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেলে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী তার দিকে ছুটে যান। এ সময় আবেকে বুক চেপে ধরেতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা হামলার সময় গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।
হত্যার চেষ্টার সন্দেহে নারা প্রিফেকচারাল পুলিশ ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি নামক এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সন্দেহভাজন ব্যক্তি ২০০২ এর দশকে তিন বছর মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সে কাজ করেছিল।
১২৬৭ দিন আগে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ
জাপানের পশ্চিমাঞ্চলে শুক্রবার এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। এ সময় তিনি হৃদরোগেও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার জাতীয় সংসদের উচ্চকক্ষ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার ভাষণ দেয়ার সময় আবে এই হামলার শিকার হন।
এনএইচকে পাবলিক টেলিভিশন শুক্রবার বিষয়টি জানিয়েছে।
প্রকাশিত ফুটেজ-এ দেখা গেছে, আবে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেলে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী তার দিকে ছুটে যান। এ সময় আবেকে বুক চেপে ধরেতে দেখা গেছে।
এনএইচকে বলছে, আবেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা হামলার সময় গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।
এনএইচকে জানিয়েছে, পুলিশ হত্যা চেষ্টার সন্দেহে ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।
আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ
১২৬৭ দিন আগে
প্রচারণার সময় হঠাৎ হামলায় পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
পিরোজপুরে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচারণার সময় হঠাৎ বিদ্রোহী প্রার্থীর হামলায় পৌর যুবলীগের নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার রাতে ৮টার দিকে সদরের শংকরপাশা উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এই ঘটনায় আরও কয়েক জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন পিরোজপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান মানিক।
গুরুতর আহত ফয়সাল মাহবুব শুভ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগে সাবেক সভাপতি।
আরও পড়ুন: সাবেক নারী ইউপি সদস্যের বাড়ির সামনে ইউপি সদস্যের লাশ
অন্য আহতরা হলেন, পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসান সিকদার, জেলা যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু সহ কয়েকজন।
আহত জেলা যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু বলেন, ‘নৌকা মার্কার পক্ষে প্রচারণা জন্য শংকরপাশা এলাকায় আমারা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা যাই। শংকারপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় গেলে হঠাৎ করে আনারস মার্কার প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের লোকজন তাদের ওপর গুলি করে এবং অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আনারস মার্কার লোকজনের গুলিতে যুবলীগের নেতা ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে। এছাড়াও আরও কয়েক জন নেতা কর্মীকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় নেতা কর্মীদের সহাসয়তায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ সহ আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রানা সাহা বলেন, গুরুতর অবস্থায় ফয়সাল মাহবুব শুভ ও হাসহাসান সিকদারকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: কক্সবাজারে প্রার্থীসহ ২ সহোদর গুলিবিদ্ধ
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শংকরপাশা ইউনিয়ে নির্বাচনী সহিংসতায় ফয়সাল মাহাবুব শুভ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংর্ঘষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
১৫০৯ দিন আগে
পৌরসভা নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র পদে লড়বেন ৬ জন
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৭৬৬ দিন আগে
করোনা মহামারির মধ্যেই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প
করোনাভাইরাস মহামারির মধ্যেই চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০১৪ দিন আগে
চসিক নির্বাচন: আ’লীগের মেয়র প্রার্থীকে মাস্ক পরিয়ে দিলেন বিএনপি প্রার্থী
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন (চসিক) সামনে রেখে এখনও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র ও ওয়ার্ড কাউন্সিল প্রার্থীরা। দেশব্যাপী চলমান করোনাভাইরাস আতঙ্কের কারণে প্রচারণার কৌশল বদলে এখন ভোট না চেয়ে করোনা বিষয়ে সচেতনা সৃষ্টি করে প্রচারণা করছেন তারা।
২১০৮ দিন আগে