মামলায়
ব্রাহ্মণবাড়িয়ায় হামলা: ৫ মামলায় আসামি প্রায় ৭ হাজার
ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এপর্যন্ত ৫টি মামলা দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত সাড়ে ৬ হাজারকে আসামি করে ৩টি মামলা দায়ের করে।
এছাড়া ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবীব মামলা করেন এবং আনসার ও ভিডিপি অফিসে হামলার ঘটনায় আনসার ও ভিডিপির এক কর্মকর্তা অজ্ঞাত সাড়ে ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী নিহত হন। এছাড়া সংঘর্ষে পুলিশসহ আহত হন অর্ধশতাধিক।
আরও পড়ুন: সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ৪ ফেব্রুয়ারি
জানা গেছে, শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে কয়েক হাজার বিক্ষোভকারী মহাসড়কে অবস্থান করে। পুলিশ-বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। এ সময় ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়।
বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে মাদরাসার কয়েকজন ছাত্রকে ধাওয়া করে। এ সময় ছাত্ররাও পাল্টা ধাওয়া দেয়। কিছুক্ষণ পর কান্দিপাড়া মসজিদ থেকে মাদরাসাকে রক্ষার জন্য মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়া হলে হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ে। এ সময় ছাত্রলীগ কর্মীরা পিছু হটে।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলা: এক আসামির মামলা বাতিল আবেদনের বিষয়ে আদেশ মঙ্গলবার
বিক্ষুব্ধ লোকজন প্রধান সড়ক অবরোধ করে রাস্তায় আগুন ধরিয়ে দেয় এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে সরাইল উপজেলায় স্থানীয়দের বের করা বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এতে ক্যাম্পে থাকা ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ অন্তত ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। হরতাল-সমর্থকরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেয়।
আরও পড়ুন: ঘোড়াঘাটে ইউএনওর ওপর হামলা মামলার প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনে হামলা ও ভাঙচুর করে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা।
এছাড়াও হরতাল সমর্থকরা সদর উপজেলার জেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, পুলিশ লাইন, ইন্ড্রাস্ট্রিয়াল স্কুল, ভূমি অফিস, আলাউদ্দিন সংগীত একাডেমি, ফুয়ের্তলা বাস স্ট্যান্ডসহ কয়েকটি বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
এ সময় তারা আলাউদ্দিন সংগীত একাডেমি ভবন, সদর উপজেলার ভূমি অফিস এবং ইন্ড্রাস্ট্রিয়াল স্কুল ভবনে আগুন দেয়।
হরতাল সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হামলা করে এবং কয়েকজন সাংবাদিককে ক্লাব ভবনে আটক করে রাখে।
হরতাল সমর্থকদের হামলায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি আহত হয়েছেন।
৩ বছর আগে
কুষ্টিয়ায় সাবেক স্ত্রীকে অপহরণ মামলায় স্বামীর যাবজ্জীবন
কুষ্টিয়া, ০১ সেপ্টেম্বর (ইউএনবি)- কুষ্টিয়ায় সাবেক স্ত্রীকে অপহরণ মামলায় স্বামীর যাবজ্জীবন, দুজনের ১৭ বছর ও চারজনের ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
৫ বছর আগে