বিয়ের অনুষ্ঠান
কুড়িগ্রামে বিয়ের অনুষ্ঠানে ছুরিকাঘাতে যুবক নিহত
কুড়িগ্রাম বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘরে হামলাও হয়। সোমবার সকাল ৭টার দিকে শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত রাহুল বাশফোর (১৮) গাইবান্ধা শহরের কাচারীবাজার এলাকার প্রদীপ বাশফোরের ছেলে।
আরও পড়ুন: খুলনায় ছুরিকাঘাতে ভ্যানচালকের মৃত্যু
গাইবান্ধা হরিজন সম্প্রদায় কমিটির সভাপতি কীর্তন বাশফোর জানান, কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে সুমন হরিজনের মেয়ে অন্তরা রানী বাশফোর (১৬) এর সঙ্গে গাইবান্ধা সদরের কাচারীপাড়া এলাকার স্বপন বাশফোরের ছেলে রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কন্যা বিদায়ের সময় উভয় পক্ষের লোকজন আনন্দ-উৎসব করছিল। এসময় কথা কাটাকাটির জেরে বর পক্ষের এক যুবক রাহুল বাশফোরকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের চার জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: হাসপাতালে ঢুকে রোগীর স্বজনকে ছুরিকাঘাত
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.শাহরিয়ার জানান, রবিবার গাইবান্ধা থেকে ১০টি মাইক্রোতে দেড়শ জন বরযাত্রী আসে। সোমবার সকালে বিয়ে শেষে বিদায় অনুষ্ঠানে নাচ-গান করার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন মারা যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশের সুরহতাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
ওসি জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ বছর আগে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
মাগুরার শ্রীপুর উপজেলার দুরান নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শুক্রবার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
৪ বছর আগে
সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিয়ে, উভয় পক্ষকে জরিমানা
সাভারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় অর্ধশতাধিক মানুষের সমাগম নিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় তা বন্ধ করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
৪ বছর আগে