সরকারি-বেসরকারি
দেশের সম্ভাবনাময় পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি: ফারুক খান
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান জানিয়েছেন, দেশের সম্ভাবনাময় পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) নতুন কমিটির প্রথম মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আরও পড়ুন: পর্যটন শিল্পে ফিলিপাইনকে বিনিয়োগের আহ্বান জানালেন ফারুক খান
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
এতে সভাপতিত্ব করেন- আটাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুস সালাম আরেফ এবং সঞ্চলনায় ছিলেন- আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।
অনুষ্ঠানে বক্তারা দেশের পর্যটন শিল্পের উন্নয়নে আটাবকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ, সরকারের সঙ্গে সহযোগিতা করে এবং সুসম্পর্ক বজায় রেখে আটাব সদস্যদের স্বার্থে নিজেদের নিয়জিত করে দেশের এভিয়েশন ও পর্যটনখাতে উন্নয়নে আধুনিক এবং যুগোপযোগী ও স্মার্ট ব্যবস্থা করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান
১৫ বছরে পর্যটন ও এভিয়েশন শিল্পে দক্ষতা বেড়েছে: ফারুক খান
৯ মাস আগে
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা মীম ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন!
তিনি বলেন, সারাদেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে চার হাজার ৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম চার হাজার ৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন। উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন।
মন্ত্রী আরও বলেন, সারাদেশে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ছয় হাজার ৭৭২টি।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা: মানতে হবে যেসব শর্ত
১ বছর আগে
এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ: পণ্য বৈচিত্র্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে জোর বাণিজ্য মন্ত্রণালয়ের
বাণিজ্য মন্ত্রণালয় পণ্য বৈচিত্র্যের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর দিয়েছে। একইসঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ কর্মী প্রয়োজন বলে জানিয়েছে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ দক্ষ কর্মীদের জন্য মানসম্পন্ন শিক্ষা, প্রশিক্ষণ, সুস্বাস্থ্য ও টেকসই কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন, যা এই চ্যালেঞ্জ মোকাবিলার যুগে প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজন।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএফটিআই এলডিসি উত্তরণ পরবর্তী বাণিজ্য সম্পর্কিত চ্যালেঞ্জগুলো শনাক্তকরণ ও মোকাবিলায় চারটি খাত নিয়ে গবেষণা করছে।
খাতগুলো হচ্ছে- তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ। পাশাপাশি এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য রোডম্যাপে মৎস্য ও পশুসম্পদকেও উল্লেখ করা হয়েছে।
সভায় আরও যারা উপস্থিত ছিলেন- রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান এএইচএম আহসান, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বিভাগের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সাইফুল ইসলাম ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক আসিফ আশরাফ।
আরও পড়ুন: আইএমএফের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা সন্তোষজনক: কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র
ব্যাংকগুলোকে শ্রীলঙ্কার সঙ্গে এসিইউ লেনদেন বন্ধের নির্দেশ বিবি’র
ইভ্যালি‘র বাণিজ্যিক কার্যক্রম শুরু: ২৮ অক্টোবর ‘ধন্যবাদ উৎসব’
২ বছর আগে
লকডাউন পরবর্তী সময়ে কোভিড-১৯ প্রতিরোধে নিরাপত্তা সতর্কতা
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন শেষে গত রবিবার থেকে সরকারি-বেসরকারি অফিস খুলেছে। দীর্ঘ দুই মাসের লকডাউন শেষে অনেকেই তাদের নিজ নিজ অফিসে ফিরতে শুরু করেছেন। আপনিও কী তাদের মধ্যে একজন, যিনি দীর্ঘ লকডাউনে অবকাশ যাপন শেষে কর্মস্থলে ফিরছেন?
৪ বছর আগে