ফ্লাইট বাতিল
সুপার টাইফুন ‘ইয়াগির’ আঘাতের কারণে ৩০০ ফ্লাইট বাতিল করবে ভিয়েতনাম
ভিয়েতনাম সুপার টাইফুন ইয়াগির আঘাত হানার কারণে শনিবার ২৪০টি অভ্যন্তরীণ ও ৭০টি আন্তর্জাতিক ফ্লাইটসহ ৩৩০টির বেশি ফ্লাইট বাতিল করবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।
ইতোমধ্যে শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে চারটি বিমানবন্দর রাজধানী হ্যানয়ের নোই বাই, কোয়াং নিনহের ভ্যান ডন, হাই ফংয়ের ক্যাট বি এবং থান হোয়ার থো জুয়ান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: টাইফুন গায়েমি: ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩
হ্যানয়, হাই ফং, থাই বিন, হা নাম সহ উত্তরে টাইফুনের সরাসরি আঘাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে শনিবার দেশটির উত্তরাঞ্চলের ১০টি এলাকার ৫৬ লাখ শিক্ষার্থীর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সুপার টাইফুন মোকাবিলায় ভিয়েতনাম ৪ লাখ ৫৭ হাজার ৪৬০ জন সামরিক সদস্য এবং ১০ হাজার ১০০ যানবাহন মোতায়েন করেছে।
ইয়াগি শনিবার ভিয়েতনামের উত্তর উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে ৪০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: টাইফুন আম্পিল: টোকিওতে ট্রেন ও ফ্লাইট বাতিল
২ মাস আগে
কানাডায় ধর্মঘটে ওয়েস্টজেটের আরও ফ্লাইট বাতিল, দুর্ভোগে লক্ষাধিক যাত্রী
কানাডায় উড়োজাহাজ মেকানিকদের ধর্মঘটের কারণে রবিবার শতাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম উড়োজাহাজ সংস্থা ওয়েস্টজেট। একারণে কানাডার সাপ্তাহিক ছুটির দিনে প্রায় ১ লাখ ১০ হাজার ভ্রমণকারী তাদের পরিকল্পনা বাতিল করেছেন এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিষয়টির মিমংসার জন্য শ্রমমন্ত্রীর কঠোর নির্দেশ সত্ত্বেও প্রায় ৬৮০ জন কর্মী শুক্রবার কাজ ছেড়ে চলে যান। এসব কর্মী প্রতিদিন উড়োজাহাজ পরিদর্শন ও প্রয়োজনীয় মেরামত করেন।
ওয়েস্টজেট এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ডিডেরিক পেন রবিবার এক বিবৃতিতে বলেন, ‘বিষয়টি মিমাংসার জন্য সরকারের পক্ষ থেকে ওয়েস্টজেটকে আদেশ দেওয়া হয়েছে। কিন্তু ধর্মঘট ও শালিসি বৈঠক একই সঙ্গে চলতে পারে না। তাই এবিষয়ে সরকারের অবস্থানের জন্য অপেক্ষা করা হচ্ছে। এটি এমন একটি বিষয় যা তারা সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্যান্য কানাডিয়ানের মতো আমরাও অপেক্ষা করছি।’
আরও পড়ুন: চীনের সামরিক মহড়ার জেরে তাইওয়ানের বিমানের ফ্লাইট বাতিল
বৃহস্পতিবার থেকে ওয়েস্টজেট সোমবারের পর্যন্ত নির্ধারিত ৮২৯টি ফ্লাইট বাতিল করেছে। অথচ এটি মৌসুমের ব্যস্ততম ভ্রমণ সপ্তাহ।
রবিবারের বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছিল কারণ ওয়েস্টজেটের ১৮০টি উড়োজাহাজের মধ্যে ৩২টি চালু রয়েছে।
ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়া বিমানবন্দরের পার্কিংয়ে স্ত্রী ও দুই বছরের ছেলেকে নিয়ে গাড়িতে করে অপেক্ষা করছিলেন আলবার্টার লেথব্রিজের বাসিন্দা টেম্পল-মুরে। তিনি বলেন, 'আমাদের শুধু অপেক্ষা করতে হবে।’ তারা ক্যালগেরিতে যেতে একটি উড়োজাহাজের ফ্লাইটের চেষ্টা করছিলেন।
সন্ধ্যা ৬টা ৫ মিনিটের তাদের যে ফ্লাইট ছিল তা বাতিল করা হয়েছে। তারা সন্ধ্যা পর্যন্ত জানতেন না, পরের দিন সকাল ৭টার নির্ধারিত ফ্লাইটটিও যাবে কি না।
টার্মিনালের দিকে আঙুল দেখিয়ে টেম্পল-মারে বলেন, 'ওখানে অনেক ক্ষুব্ধ মানুষ আছে।’
দশম গ্রেডের এক্সচেঞ্জের শিক্ষার্থী মেরিনা সেব্রিয়ান জানান, রবিবার ভোরে তার স্পেনে ফেরার কথা থাকলেও তিনটি ফ্লাইট বাতিল হওয়ায় মঙ্গলবার পর্যন্ত পরিবারের কাছে ফিরতে পারবেন না।
তিনি বলেন, এটা দুঃখজনক। সাত ঘণ্টা আগের মতো আজও আমার বাসায় থাকার কথা ছিল, কিন্তু আমি নেই।
ওয়েস্টজেট ও এয়ারপ্লেন মেকানিক্স ফ্র্যাটারনাল অ্যাসোসিয়েশন উভয়ই অন্য পক্ষকে বিশ্বাস করে আলোচনায় বসতে অস্বীকার করার অভিযোগ করেছে।
আরও পড়ুন: চীনে আঘাত হানছে টাইফুন ‘ইন-ফা’, বহু ফ্লাইট বাতিল
৪ মাস আগে
চীনে আঘাত হানছে টাইফুন ‘ইন-ফা’, বহু ফ্লাইট বাতিল
চীনের সাংহাইয়ের দক্ষিণ উপকূলে রবিবার টাইফুন ‘ইন-ফা’ আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় কর্তৃপক্ষ বিমান ও রেল চলাচল বাতিল ঘোষণা করে জনসাধারণকে বাড়ির ভিতরে থাকার নির্দেশ দিয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়ার বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, টাইফুনটি ঝিজিয়াং প্রদেশের ঝোশান শহরে আঘাত হেনেছে। এতে ২৫০-৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে প্রয়োজন ছাড়া লোকজনকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
পড়ুন: ভারতে বন্যা ও ভূমিধসে নিহত শতাধিক
টাইফুনে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার (৯৫ মাইল)। অনেক গাছের ডাল ভেঙে পড়লেও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, সাংহাই পুডং এবং সাংহাই হংকিয়া বিমানবন্দরে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সোমবার আরও ফ্লাইট বাতিল করা হতে পারে। কর্তৃপক্ষ কিছু পাবলিক পার্ক এবং জাদুঘর বন্ধ করে দিয়েছে।
সাংহাইয়ের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রাদেশিক রাজধানী হাংঝৌর বিমানবন্দরের ফ্লাইটও বাতিল করা হয়েছে।
পড়ুন: বয়স্কদের শরীরে চীনা টিকার কার্যকরিতা নিয়ে প্রশ্ন!
চীনে বন্যার পানি পাতাল রেলে ঢুকে কমপক্ষে ১২ জনের মৃত্যু
এদিকে, মধ্য চীনে মঙ্গলবার রেকর্ড বৃষ্টিপাতের ফলে প্রধান শহর ঝেংঝুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে।
৩ বছর আগে
অভ্যন্তরীণ রুটে বিমানের ১০ ও ১১ জুনের ফ্লাইটও বাতিল
যাত্রী না পাওয়ায় অভ্যন্তরীণ তিনটি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধবার এবং বৃহস্পতিবারের ফ্লাইটও বাতিল করেছে কর্তৃপক্ষ।
৪ বছর আগে