হোম আইসোলেশন
এবার করোনায় প্রাণ গেল কিংবদন্তি বাঙালি কবি শঙ্খ ঘোষের
ছদ্মনাম কুন্তক নামে বহুল পরিচিত ভারতীয় কবি শঙ্খ ঘোষ বুধবার সকালে পূর্ব কলকাতার বাড়িতে মৃত্যুবরণ করেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই কবির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।
কবির পরিবার জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ শঙ্খ ঘোষ মারা যান। ১৪ এপ্রিল কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর থেকেই কবি হোম আইসোলেশনে ছিলেন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত রাহুল গান্ধী
বিশিষ্ট এই কবি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তাকে স্বল্প সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বাংলাদেশের চাঁদপুরে জন্ম এই কবির। পশ্চিমবঙ্গে লালিত-পালিত শঙ্খ ঘোষ জীবনানন্দ দাশের পর বাঙালি কবি যুগের একজন। ‘দিনগুলি রাতগুলি’ এবং ‘নিহিত পাতালছায়া’ তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা যা ইংরেজিতেও অনুবাদ করা হয়েছে।
‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য ১৯৭৭ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার পান শঙ্খ ঘোষ। কন্নড় ভাষা থেকে বাংলায় অনূদিত ‘রক্তকল্যাণ’ নাটকটির জন্য ১৯৯৯ সালে আবারও তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান। ২০১১ সালে শঙ্খ ঘোষকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল।
আরও পড়ুন: ভারতে করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড
কলকাতার নামকরা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা এবং ১৯৫৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর অর্জনকারী এই কবি কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নদ্দা সোশ্যাল মিডিয়ায় কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি টুইট করেন, 'পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত প্রখ্যাত বাঙালি কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। আমি তার আত্মার শান্তি কামনা করছি।'
গত বছর, করোনার কাছে বাংলা আরও একজন কিংবদন্তিকে হারিয়েছে। ভারতের অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের প্রিয় অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী ১৫ নভেম্বর কলকাতার একটি হাসপাতালে মারা যান।
আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই লাখের বেশি করোনা শনাক্ত
এদিকে, গত সপ্তাহে ভারত করোনায় বিশ্বের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হয়ে ওঠে। মঙ্গলবার, ভারতে ২৪ ঘন্টায় ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন নতুন করে আক্রান্ত হন এবং ১ হাজার ৭৬১ জন মারা যায় যা ২০২০ সালে মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারতে এখন পর্যন্ত কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জনে ও মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনে পৌঁছেছে।
৩ বছর আগে
এবার করোনায় আক্রান্ত রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৫০ বছর বয়সী এই নেতা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
মঙ্গলবার নেহেরু-গান্ধী পরিবারের বংশধর রাহুল গান্ধী টুইটারে নিজের দলের সদস্যদের জানান, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তিনি লিখেছেন, 'মৃদু কিছু লক্ষণ দেখার পর আমি কোভিড-১৯ পরীক্ষা করেছি এবং ফলাফল পজিটিভ আসে। সম্প্রতি যারা আমার সাথে যোগাযোগ করেছেন তারা সকলেই দয়া করে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করুন এবং নিরাপদ থাকুন।'
আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত হলেন বলিউডের সোনু সুদ
নামহীন সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সৌভাগ্যক্রমে রাহুল গান্ধী গত এক সপ্তাহে তার মা সোনিয়া বা বোন প্রিয়াঙ্কার সাথে দেখা করেননি।
রাহুলের করোনা আক্রান্ত হওয়ার পর তার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন।
তিনি লিখেন, 'আমি লোকসভার সাংসদ শ্রী রাহুল গান্ধীর সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’
এর একদিন আগে গান্ধীর দলের সিনিয়র সহকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কোভিড-১৯ এ আক্রান্ত হন। ৮৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে দেশের প্রিমিয়ার অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ
গান্ধী সোমবার টুইটে লিখেন, ‘প্রিয় ড. মনমোহন সিং, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ভারতের আপনার দিকনির্দেশনা এবং পরামর্শ প্রয়োজন।’
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন মঙ্গলবার সকালে টুইট করেন, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা 'স্থিতিশীল' এবং তাকে যথাসম্ভব পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।
হর্ষ বর্ধন লিখেন, 'দিল্লির এআইআইএমএসে তার মেডিকেল টিমের মাধ্যমে ড. মনমোহন সিংয়ের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। সর্বোপরি তাকে সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে। আমরা সকলেই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।'
৩ বছর আগে
করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক আকরাম খান
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোমআইসোলেশনে রয়েছেন।
আকরামের পরিবারের ঘনিষ্ঠ সূত্র ইউএনবিকে জানিয়েছে,সাবেক এই অধিনায়ক গত কয়েকদিন ধরেই কোভিড-১৯ এর নানা উপসর্গে ভুগছিলেন, তাই পরীক্ষা করান।
আরও পড়ুন: শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি
আকরাম স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন,তারদেহে করোনভাইরাসের উপসর্গগুলো দেখা দিলেতিনি কোভিড-১৯ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন।
আকরাম খান বলেন, 'আমি গত কয়েকদিন ধরে ঠান্ডা ও গলা ব্যথায় ভুগছি, তাই আমি নিজেই পরীক্ষা করাই। বর্তমানে, আমি হোম আইসোলেশনে আছি। শনিবার আমার পরিবারের অন্য সদস্যরা কোভিড-১৯ পরীক্ষা করাবে।'
আরও পড়ুন: শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বিসিবি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) বাকি ম্যাচ স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার থেকে সরকার সাত দিনের লকডাউন কার্যকর করলেওলোকজন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। এতে আরও সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে, সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
৩ বছর আগে
মাগুরায় আরও ৬ জনের করোনা শনাক্ত
মাগুরায় মঙ্গলবার নতুন করে আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
৪ বছর আগে