ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
খালেদা জিয়াকে অভ্যর্থনা: নাগরিকদের চলাচলে ডিএমপির নির্দেশনা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ঢাকায় এলে তাকে পথে পথে অভ্যর্থনা দেবেন দলীয় নেতাকর্মীরা। তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এ ক্ষেত্রে সাধারণ নাগরিকদের চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে, সে জন্য কিছু বিষয় মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৫ মে) এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান/বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। আগত জনসাধারণকে রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে। বিকল্প রাস্তার মধ্যে রয়েছে:
• আব্দুল্লাপুর কামারপাড়া ধউর ব্রীজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল।
• ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার।
• উত্তরা ও মিরপুরে বসবাসকারীদের এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউস বিল্ডিং- জমজম টাওয়ার-১২নং সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন- উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নং সেক্টর-পঞ্চবটী হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করতে পারেন।
• গুলশান, বাড্ডা এবং প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্ট/উত্তরা যেতে পারবে।
• মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারবে।
• এয়ারপোর্ট/৩০০ ফিট রাস্তা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনকে বনানী/কাকলী র্যাম্পের পরিবর্তে মহাখালী র্যাম্প/এফডিসি র্যাম্প ব্যবহার করতে পারবে।
এছাড়া ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ ঢাকা সেনানিবাসের রাস্তা (জিয়া কলোনী/জাহাঙ্গীর গেইট /সৈনিক ক্লাব/স্টাফ রোড) সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু হালকা যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে। সুতরাং সেনানিবাসের রাস্তা ব্যবহার করতে পারেন।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিক্শা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধপূর্বক ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি গতিসীমা মেনে ও এক্সপ্রেসওয়ের বাঁ পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি দিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে ওভারস্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর চলাচলকারী ট্রেন ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। রেলওয়ের সব আন্তঃনগর ট্রেন আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী বহনের ব্যবস্থা করবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে আগামীকাল সকাল থেকৈ দুপুর পর্যন্ত কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে।
হজযাত্রীসহ বিদেশগামীদের এয়ারপোর্টে গমানগমনের ক্ষেত্রে এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদেরকে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনাকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অভ্যর্থনাকারীরা কোনো যানবাহন নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যুক্ত হতে পারবেন না।
অভ্যর্থনাকারী ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে কোনোক্রমেই গুলশান/বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না। তবে এ রাস্তা দিয়ে (জনসমাগম না হলে) সাধারণ যানের সাথে মোটরসাইকেল চলতে পারবে।
৭২ দিন আগে
সংসদ অধিবেশন উপলক্ষে আশপাশে জমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ডিএমপি
একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনকে সামনে রেখে শনিবার মধ্যরাত থেকে জাতীয় সংসদ ও সংলগ্ন এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, অন্যান্য ক্ষতিকর পদার্থ বহন এবং সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল (রবিবার)।
শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সংসদ অধিবেশন চলাকালে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ডিএমপি এই বিধিনিষেধ আরোপ করেছে।
আরও পড়ুন: হুমকির আশঙ্কা না থাকলেও শোক দিবসে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার
বিধিনিষেধের অধীনে সড়ক ও এলাকাগুলো হলো: ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম কোণ থেকে হোটেল সোনারগাঁও রোড হয়ে সার্ক ফাউন্টেন, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড লিংক রোড হয়ে ফার্মগেট, শ্যামলী ক্রসিং থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) সড়কের মোড়, রোকেয়া সরণি লিংক রোড থেকে পুরাতন ৯ম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদের সীমাবদ্ধ এলাকা এবং উক্ত এলাকার সকল সড়ক ও গলি।
সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আরও পড়ুন: ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জন্মাষ্টমী উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার
৬৮৩ দিন আগে
শুক্রবারের সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আবেদন নাকচ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এর আগে মঙ্গলবার (১ আগস্ট) সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় দলটি। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা এই চিঠি জমা দেন।
চিঠি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন, ‘কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় আমরা ১ আগস্ট আমাদের নির্ধারিত সমাবেশ করতে পারিনি। তাই আমরা শুক্রবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নেই।’
আরও পড়ুন: ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় জামায়াত
চট্টগ্রামের লালদীঘি মাঠে ২২ জুলাই সমাবেশ করতে চায় জামায়াত
৭১৩ দিন আগে
আ. লীগ ও বিএনপির কর্মসূচির অনুমতি দেয়নি ডিএমপি
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগের গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি ও আওয়ামী লীগকে শনিবার রাজধানীর সব প্রবেশপথে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিএমপি কমিশনার এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালনের জন্য ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগের গোয়েন্দা প্রতিবেদন বিবেচনায় নিয়ে ডিএমপি সব রাজনৈতিক দলকে আগামীকালের অবস্থান কর্মসূচির অনুমতি দেয়নি।’
আরও পড়ুন: বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ ডিএমপির
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামীকাল উভয় সমাবেশের অনুমতি দেওয়া হবে: ডিএমপি কমিশনার
৭১৯ দিন আগে
অবশেষে বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ হচ্ছে গোলাপবাগ মাঠে
অবশেষে ঢাকার ধলপুরের গোলাপবাগ মাঠে শনিবার সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের সমন্বয়ে গঠিত বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে ১০ ডিসেম্বর দলের সমাবেশকে কেন্দ্র করে অচলাবস্থা নিরসনের চেষ্টা করে।
এ জেড এম জাহিদ বলেন, ডিবি প্রধান প্রতিনিধি দলকে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং গোলাপবাগ মাঠে সমাবেশের প্রস্তুতি নেয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন: ফখরুল ও আব্বাস পল্টন থানার মামলায় গ্রেপ্তার: ডিবি প্রধান
প্রতিনিধি দলটি ঢাকা দক্ষিণ মহানগরীর ধলপুর মাঠ বা অন্য কোনো মাঠে সমাবেশ করতে চেয়েছিল। তাই আগামীকাল গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে বুধবারের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ জানান, ‘জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।’
আরও পড়ুন: ১০ ডিসেম্বর সমাবেশস্থল: ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করবে বিএনপির ২ সদস্যের প্রতিনিধি দল
গোয়েন্দা পুলিশের হাতে দলের দুই শীর্ষ নেতা গ্রেপ্তার হওয়ার বিষয়ে তাদের পরবর্তী কর্মপন্থা ঠিক করতে সকাল ১১টা ৪০ মিনিটে অনলাইনে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।
শুক্রবার ভোরে বিএনপি দাবি করেছে, রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সাধারণ পোশাকের পুলিশ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল ছয় ঘণ্টা বৈঠক করে যেখানে শনিবার (১০ ডিসেম্বর) কমলাপুর স্টেডিয়াম বা মিরপুর বাংলা কলেজ মাঠে সমাবেশ করার বিষয়ে কথা হয়। পরে বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে আব্বাস দুটি স্থান পরিদর্শন করেন।
আরও পড়ুন: নয়াপল্টনে সংঘর্ষ: ৫৫৩ বিএনপি নেতাকর্মীসহ ২৪০০ জনের বিরুদ্ধে মামলা
৯৫০ দিন আগে
লকডাউন লঙ্ঘন: ঢাকায় গ্রেপ্তার ৫৫০
লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনের জন্য রাজধানী থেকে ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ‘কঠোর লকডাউন’ এর প্রথম দিন রাজধানীর বিভিন্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশে মামলা করা হয়েছে বলে ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার ইফতেখায়রুল ইসলাম নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দেশে করোনায় একদিনেই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু
ইফতেখায়রুল ইসলাম জানান, রমনায় ৯৫ জন, লালবাগে ৬০ জন, মতিঝিলে ৮৫ জন, ওয়ারীতে ১১৭ জন, তেজগাঁওয়ে ১০০ জন, গুলশানে ৮৭ জন এবং উত্তরায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এই সময়ের মধ্যে ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও, ভ্রাম্যমাণ আদালত ‘কঠোর লকডাউন’ এর প্রথম দিনেই আটজনকে সাজা এবং বহু ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৩৭৩ জনকে আটক করেছে এবং ৭৬ জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
দিনের শুরুতে, রাস্তাঘাটে টহল দলসহ মানুষকে ঘরে থাকতে রাজি করানোর জন্য বাংলাদেশ একটি কঠোর লকডাউনে প্রবেশ করেছে।
আরও পড়ুন: করোনা মোকাবিলা: বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড
সেনাবাহিনীকে স্থানীয় প্রশাসনের সহায়তায় শহরের রাস্তায় টহল দিতে দেখা গেছে। যানবাহন ও লোকজনের চলাচল পর্যবেক্ষণ করতে পুলিশ শহরের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড এবং চেকপোস্ট স্থাপন করেছিল।
রাজধানীর বেশিরভাগ রাস্তাগুলি প্রায়ই খালি ছিল। কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে।
১৪৭৬ দিন আগে
হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী আটক
রবিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে আটকের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার জানান, ২০১৩ সালে ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ থেকে জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ঘটনায় দাযের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ছাত্রলীগের
এদিকে, গতকাল রাত থেকে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান জেফাজত নেতারা ও তার পরিবার। তাদের দাবী রবিবার হাটহাজারীস্থ হেফাজতে ইসলামে সভায় যোগদান শেষে চট্টগ্রাম শহরের উদ্দ্যেশে রওনা হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হাটহাজারী থেকে গত রাতে গুম হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে হবে। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেপ্তার ও হামলা মামলা বরদাশত করা হবে না।
আরও পড়ুন: লালমনিরহাটে ‘গোপন বৈঠকের’ সময় জামায়াত ও হেফাজতের ৯ নেতা গ্রেপ্তার
সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, 'মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বীগ্ন ও চিন্তিত। এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে হেফাজতের সহ-অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও মুক্তি দিতে হবে। হেফাজতে ইসলাম দেশে শান্তি ও শৃঙ্খলা চায়। তবে জুলুমবাজদের জুলুমে পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশবাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।'
১৫৫৬ দিন আগে
কোভিড-১৯: সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৬ পুলিশ সদস্য
সারাদেশে শুক্রবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৩ হাজার ৩১৬ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ হাজার ৭৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
১৮২৫ দিন আগে