বিজ্ঞান ও প্রযুক্তি
চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আ.লীগের দুই দিনব্যাপী কর্মসূচি
চতুর্থ শিল্প বিপ্লব (ফোরআইআর) নিয়ে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ৪ ও ৫ নভেম্বর এ কর্মসূচি পালিত হবে। চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে উপমহাদেশে এটিই প্রথম কোনো রাজনৈতিক দলের কর্মসূচি।
বুধবার (২ নভেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সটি ৪ ও ৫ নভেম্বর রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। কনফারেন্সের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন'।
আবদুস সবুর বলেন, 'পরিবর্তনশীল বিশ্বে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে আমরা আমাদের প্রায় সব দলীয় কার্যক্রম ডিজিটাল মাধ্যমে পরিচালনা করছি। শুধু তা-ই নয়, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা তৈরির মাধ্যমে মেধাবী তরুণদের কর্মসংস্থান তৈরির সুযোগ করে দেয়া হচ্ছে। এক কথায় বলতে গেলে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দেশ ভালোভাবে প্রস্তুত রয়েছে।'
আরও পড়ুন: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, 'কনফারেন্স থেকে যে সকল সুপারিশমালা আসবে সেগুলো দলের দপ্তরে এবং সরকাররের বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে জমা দেয়া হবে। যেন ভবিষ্যৎ বাংলাদেশ বির্নিমাণে কার্যকর পদক্ষেপ রাখতে পারে।'
অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. হোসেন মনসুর, উপকমিটির সদস্য ও আন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে গঠিত ১১টি উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি ৬৬২ টি গবেষণাপত্র থেকে বাছাইকৃত প্রায় ২৫০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, ফোরআইআরকে সফলভাবে কাজে লাগিয়ে দ্রুত অগ্রসরমান বাংলাদেশ ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে রোল মডেল হয়ে থাকবে। এই সম্মেলনে ফোরআইআর প্রযুক্তি ব্যবহারে সরকারের উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়নে ও সম্ভাবনাময় প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে পেশাদার বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ,গবেষক ও শিক্ষার্থীরা তাদের মতামত এবং চিন্তাভাবনা বিনিময় করতে পারবেন। যা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ ও শতবর্ষী ডেল্টা প্লান বাস্তবায়নের ক্ষেত্রেও পথ দেখাবে। এছাড়াও বর্তমান অবস্থান থেকে ভবিষ্যৎ স্বপ্নপূরণের পথ অনুসন্ধানে দেশি-বিদেশি প্রতিভাবানদের দলগত ব্রেইন-স্টর্মিং সেশনে অংশগ্রহণের সুযোগ করে দেবে।
আরও পড়ুন: চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সবুর বলেন, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লব আমরা ধরতে পারিনি। কিন্তু আমরা চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে বিশ্বকে নেতৃত্ব দিতে পারি সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজিব ওয়াজেদ জয়ের সঠিক দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছি।
চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দেশে বিভিন্ন স্থানে হাউটেক পার্ক স্থাপন করছে সরকার। উদ্যোক্তাদের সহায়তায় দেশে অনেকগুলো এক্সেলারেটর ও ইনকিউবেটর প্রতিষ্ঠা করেছে। এডভান্সড টেকনোলজিতে দেশের মেধাবী তরুনদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একই সঙ্গে গবেষকদের উৎসাহ ও প্রণোদনা দেয়া হচ্ছে। ইতোমধ্যে বুয়েট পোস্ট গ্রাজুয়েশন রিসার্চের জন্য বৃত্তি চালু করেছে। পিএইচডি প্রোগ্রামের গবেষকদের প্রতিমাসে ৪৫ হাজার টাকা করে,মাস্টার্স প্রোগ্রামে ৩০ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছে বুয়েট।
এছাড়াও টিচিং এসিস্ট্যান্ট ও রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রজেক্টে গবেষণার সুযোগ করে দিচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব কারিগরি বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সমন্বিতভাবে কাজ করলে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়া সম্ভব
দুই দিনব্যাপী আয়োজনে যা থাকছে:
৪ নভেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই আন্তর্জাতিক কনফারেন্সটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
প্রথমদিন বেলা সোয়া ১১ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটরিয়ামে কনফারেন্সের প্রথম মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেলা ১২ টায় দ্বিতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের এআইটি'র বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. জয়শ্রী রায়।
দুপুর আড়াইটায় থেকে বিকাল ৫টায় পর্যন্ত আইইবিতে মোট ৯টি ভেন্যুতে আলাদা আলাদা টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন আইইবি'র কাউন্সিল রুমে সকাল ১০টায় তৃতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
সকাল ১১ টা ২০ মিনিট থেকে এক ঘণ্টা আইইবিতে মোট ৯টি ভেন্যুতে আলাদা আলাদা টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা ২০ মিনিটে চতুর্থ এবং শেষ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইইইই'র ইতিহাসের প্রথম বাঙালি প্রেসিডেন্ট ড. সাইফুর রহমান।
বিকাল ৩ টা থেকে দুই ঘণ্টাব্যাপী মোট ৯টি ভেন্যুতে আলাদা আলাদা টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আন্তর্জাতিক কনফারেন্সটির সমাপনী অনুষ্ঠান ৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার।
আরও পড়ুন: চতুর্থ শিল্প বিপ্লবের বড় চ্যালেঞ্জ দুর্নীতি: পরিকল্পনামন্ত্রী
২ বছর আগে
শাবিপ্রবিতে চাইনিজ কর্ণার উদ্বোধন
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ‘চাইনিজ কর্ণার’–এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে কালচার এন্ড এডুকেশন এ্যাফেয়ার্স- এ্যাম্বাসি অব চায়না, বাংলাদেশের কাউন্সিলর মি. লিউয়েন ইউ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই চাইনিজ কর্ণার উদ্বোধন করেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন ৩১ মার্চ
শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই চাইনিজ কর্ণারটি পরিচালিত হবে। এতে তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হক। এছাড়াও সহকারী সমন্বয়কের দায়িত্বে আছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফাখরুছ ছালাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল ভূঁইয়া, সহকারী অধ্যাপক মোছা.তাহমিনা আক্তার।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের বিভাগীয় সভায় একাডেমিক ভবন-"এ"- এর ৪০৮ নম্বর রুমে চাইনিজ কর্ণার প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ইতোমধ্যে চিন দূতাবাস চাইনিজ কর্ণার প্রতিষ্ঠার জন্য ২৭৩ টি ইংরেজী বই, দু’টি বুকসেলফ, একটি ডেক্সটব কম্পিউটারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন।
আরও পড়ুন: র্যাগিংয়ের বিরুদ্ধে শাবিপ্রবির ক্যাম্পাসে সতর্কতামূলক ব্যানার
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটিই প্রথম চাইনিজ কর্ণার। এই চাইনিজ কর্নারের উদ্যোগে বাংলাদেশ-চীন সম্পর্ক, চীনের আন্তর্জাতিক প্রভাবসহ বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী যেমন উপকৃত হবে তেমনি বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে।
এছাড়া প্রতি বছর চিন সরকার কর্তৃক উক্ত চাইনিজ কর্ণারের মাধ্যমে শাবিপ্রবি শিক্ষার্থীদের স্কলারশিপও দেয়া হবে।
২ বছর আগে
সংসদে পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২’ সংসদে পাস হয়েছে।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় সংসদে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বিলটি সংসদে কণ্ঠ ভোটে পাস হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার অগ্রগতির জন্য বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদলে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আরও পড়ুন: উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সমন্বয়ের আহ্বান শিক্ষামন্ত্রীর
গণমাধ্যমকর্মী বিল সংসদে উত্থাপন
২ বছর আগে
বাংলাদেশ - দ.কোরিয়ার সমঝোতা স্মারক সই
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে একটি সাম্প্রতিক বৈঠকে কোরিয়ার প্রতিমন্ত্রী লিম হেইসুকের স্বাক্ষরিত এমওইউ হস্তান্তর করেন।
রবিবার ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে চুক্তির ভিত্তিতে, মন্ত্রী ইয়াফেস স্বাক্ষরিত এমওইউটি গত বছরের নভেম্বরে একটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কোরিয়ায় পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: মানবপাচারকারী চক্রের ফাঁদে পা না দেয়ার আহ্বান রোম দূতাবাসের
মহামারি পরিস্থিতির কারণে উভয় পক্ষই মুখোমুখি স্বাক্ষর অনুষ্ঠান করতে পারেনি বলে দূতাবাস জানিয়েছে।
দুই দেশের সরকারের মধ্যে ১৯৯৫ সালের মে মাসে স্বাক্ষরিত বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তির বাস্তবায়ন কার্যকর করার জন্য এই সমঝোতা স্মারকটি করা হয়েছে।
সমঝোতা স্মারকে একটি যৌথ কমিটি গঠনসহ বিভিন্ন ক্ষেত্র এবং সহযোগিতার ধরন উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রদূত লি বলেন, এই সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতাকে আরও তরান্বিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেছে।
অনুষ্ঠানে এই লক্ষ্যে তিনি তার প্রতিশ্রুতি ও ইচ্ছা প্রকাশ করেন।
আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য ২০ লাখ মার্কিন ডলারের প্রতিশ্রুতি জাপানের
২ বছর আগে
ঈদে স্যামসাংয়ের ‘বিগ অফার ঈদ জমবে এবার’
ঢাকা, ১৩ জুলাই (ইউএনবি)- বৈশ্বিক করোনা মহামারির ফলে চার দেয়ালের মাঝে এক ধরনের বন্দী জীবন কাটাচ্ছি। এমন অবসাদময় জীবনে নিজেকে উৎফুল্ল ও প্রাণবন্ত রাখতে আধুনিক সময়ের সাথে তৈরি হওয়া মানুষের চাহিদা অনুযায়ী ফিচার ও ডিজাইনের জন্য স্যামসাং এর টিভিগুলো ইতোমধ্যে মানুষের নজর কেড়েছে।
ক্রেতাদের ক্রয়ক্ষমতা, পছন্দ ও রুচির ওপর ভিত্তি করে বিশ্বখ্যাত কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং -এরও বিভিন্ন ধরনের টিভি রয়েছে।
স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামসাংয়ের স্মার্ট টিভিগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এদের দুর্দান্ত ফিচার। এসব টিভিতে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সরাসরি স্যাটেলাইট টিভি চ্যানেল দেখার পাশাপাশি ইউটিউব, নেটফ্লিক্স ও প্রাইম ভিডিওতে উপভোগ করা যাবে পছন্দের ভিডিও ক্লিপ, সিনেমা ও টিভি সিরিজ। করোনা মহামারির জন্য এখন অধিকাংশ অফিস এবং অ্যাকাডেমিক কার্যক্রম ঘরে বসে হচ্ছে, হোম অফিস বা অনলাইন স্কুলকে আরও সহজ করবে এই স্মার্ট টিভিগুলো। টিভির সাথে পিসি সংযোগ করে ঘরে বসেই অফিসের কাজ করা যাবে এবং স্কুলের ক্লাস করা যাবে।
আরও পড়ুন:সকল পণ্যে ওয়ারেন্টির মেয়াদ বাড়াল স্যামসাং
এছাড়াও স্মার্টফোনের সাথে টিভি স্ক্রিনের সংযোগ করে মোবাইলে চলমান সিনেমা, গান, গেমিংসহ সবকিছু উপভোগ করা যাবে টিভির বড় পর্দায়। স্যাটেলাইট চ্যানেল, নেটফ্লিক্স, গেমিং ইত্যাদির জন্য সাধারণত আলাদা আলাদা রিমোটের প্রয়োজন হয়। কিন্তু স্যামসাংয়েল স্মার্ট টিভিতে এর অত্যাধুনিক প্রযুক্তির একটি রিমোট দিয়েই যাবতীয় সবকিছু পরিচালনা করা যাবে সহজেই। স্মার্ট টিভিগুলোতে বিল্ট-ইন এয়ারপ্লে রয়েছে, ফলে অ্যাপলের আইফোন, আইপড বা ম্যাকর সাথে স্যামসাং স্মার্ট টিভি কানেক্ট করা যাবে। অ্যাপলের ডিভাইসগুলোতে থাকা যেকোনো পছন্দের মুহূর্তের ছবি, ভিডিও বা ডকুমেন্ট দেখতে পারবেন টিভির পর্দায়। টিভিগুলোর দুর্দান্ত ফিচারগুলোর একটি হলো ভয়েস অ্যাসিসটেন্ট সেবা। এলেক্সা বা গুগলের মাধ্যমে ব্যবহারকারী মুখে কথা বলেই তার পছন্দের চ্যানেল দেখা, ইচ্ছামত সাউন্ড বাড়ানো কমানো, পছন্দসই সিনেমা চালু করা ইত্যাদি সহজেই পরিচালনা করতে পারবেন।
স্যামসাংয়ের সকল টিভিতে এলইডি প্যানেলে আছে ২ বছরের ও স্পেয়ার পার্টসে ১ বছরের ওয়্যারেন্টি এবং সাথে আছে ৫ বছরের ফ্রি সার্ভিসিং সুবিধা। অনলাইনে অর্ডার করলে ক্রেতারা পাবেন ফ্রি হোম ডেলিভারি ও ইন্সটলমেন্ট সুবিধা।
আরও পড়ুন: স্যামসাং বাজারে নিয়ে এলো গ্যালাক্সি এ১২
ঈদুল আযহা উপলক্ষে স্যামসাং এ চলছে ‘বিগ অফার ঈদ জমবে এবার’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের অধীনে, ক্রেতারা ৫৫ ইঞ্চি অথবা ৭৫ ইঞ্চি ফোরকে স্মার্ট ক্রিস্টাল ইউএচডি কিনে জিতে নিতে পারবেন এয়ার পিউরিফায়ার অথবা ওয়াশিং মেশিন। পণ্য দু’টির কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে শতকরা শূন্য ইন্টারেস্টে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এছাড়াও, ক্রেতারা নির্দিষ্ট মডেলের টিভি কিনে উপভোগ করতে পারবেন ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইউএইচডি টিভির সাথে সাউন্ড বার ক্রয় করলে ক্রেতারা পাবেন সাউন্ডবারে ৫০ শতাংশ ছাড়। এক্সচেঞ্জ অফারে ক্রেতারা টেলিভিশনে পাবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড়।
৩ বছর আগে
বাজারে এলো সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি
দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি দেশের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি যাত্রা শুরু করেছে। এর পাশাপাশি দুটি স্মার্টওয়াচ-রিয়েলমি ওয়াচ ২ ও রিয়েলমি ওয়াচ ২ প্রো বাজারে নিয়ে এসেছে রিয়েলমি।
শনিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ডিভাইসগুলো উন্মোচন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫জি’র পপুলাইজার হিসেবে রিয়েলমি আশাবাদী যে, এই প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি স্থানীয় বাজারে ডিজিটাল বিবর্তনকে আরও ত্বরান্বিত করবে।
সবার জন্য ফাইভজি প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে রিয়েলমি ৮ ফাইভ জি’তে রয়েছে ডাইমেনসিটি ৭০০ ফাইভ জি প্রসেসর। এতে আছে ৮জিবি র্যাম, আছে ৫ জিবি ডায়নামিক র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধা যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ৮ দশমিক ৫ মিলিমিটার হাইপার স্লিম বডি ও ১৮৫ গ্রাম ওজনের রিয়েলমি ৮ ৫জি বাজারের সবচেয়ে হালকা ৫জি স্মার্টফোন। রিয়েলমি ৮ ৫জি এবং ইউনিভার্সল পিকচার্সের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ এর কোলাবরেশন থাকায়, এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে জনপ্রিয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস থেকে অনুপ্রাণিত হয়ে। এই সিনেমার গতিময় হেডলাইট থেকে ধারণা নিয়ে তা ফোনের পেছনে ব্যবহার করে তরুণদের জন্য ডায়নামিক স্পিড লাইট ডিজাইন তৈরি করা হয়েছে। এই ফোনে আরও রয়েছে ৯০ হার্জ ফুল এইচডি, আছে আলট্রা-স্মুথ ডিসপ্লে এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।
আরও পড়ুন: বাজারে আসছে রিয়েলমির সাশ্রয়ী ৫জি স্মার্টফোন
৫জি সম্পর্কে সচেতনতা তৈরি করতে, রিয়েলমি ৫জি একাডেমির কার্যক্রম শুরু হয়েছে। যেখানে প্রথম পর্বে ডিজিটাল ট্রান্সফর্মেশন টেক উদ্যোক্তা রিসালাত সিদ্দিক, আমাদের জীবনের প্রতিটি খাতে ৫জি প্রযুক্তি যেসব সুবিধা নিয়ে আসছে সেগুলো তুলে ধরেছেন।
এছাড়া তারুণ্যের আইকন এবং শিক্ষার্থীদের নিয়ে ৫জি’র বিভিন্ন দিক আলোচনা ছাড়াও, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯ এর সাথে একযোগে ৫জি’র স্পিড এবং পারফরমেন্সের বিভিন্ন দিক তুলে ধরবে রিয়েলমি। সম্প্রতি রিয়েলমি একটি ওয়েবিনার আয়োজন করে যেখানে ই-কমার্স প্ল্যাটফর্ম, গবেষণা সংস্থা ও রিয়েলমি’র বক্তারাসহ একজন টেক রিভিউয়ার ৫জি প্রযুক্তির সম্ভাবনা এবং তাদের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
৫জি স্মার্টফোন ছাড়াও রিয়েলমি প্রযুক্তি প্রেমীদের জন্য দুটি স্মার্টওয়াচও নিয়ে এসেছে। রিয়েলমি ওয়াচ ২ প্রো আকর্ষণীয় সব স্পোর্টস ফিচারে ভরপুর। এতে রয়েছে ১.৭৫ ইঞ্চির বড় কালার ডিসপ্লে এবং ১০০টি স্টাইলিশ ওয়াচ ফেস। তাছাড়া, রিয়েলমি ওয়াচ ২ প্রো দিয়ে ব্যবহারকারীরা সঠিক জিপিএস, রক্তে অক্সিজেন ও হৃদস্পন্দন শনাক্তকরণের মতো আরও অনেক স্মার্ট ফাংশন অনায়েসে উপভোগ করতে পারবেন।
অন্যদিকে, ২.৫ সেন্টিমিটার রঙিন টাচস্ক্রিন সম্বলিত রিয়েলমি ওয়াচ ২ দিয়ে ব্যবহারকারী ১২ দিনের ব্যাটারি লাইফ, ৯০টি স্পোর্টস মোড, লাইভ ওয়াচ ফেস এবং স্মার্ট এআইওটি নিয়ন্ত্রণের মতো ফিচারগুলো উপভোগ করতে পারবেন। এই ফিচারগুলো ব্যবহারকারীদের জীবনকে রাঙিয়ে তুলবে। এই স্মার্টওয়াচ দিয়ে অক্সিজেনের স্তর এবং হার্টের রেট পর্যবেক্ষণ করাও সম্ভব।
আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভ জি ফোন সরবরাহের লক্ষ্যে, তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ফাইভ জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভ জি ফোন ছাড়াও রিয়েলমি আরও অনেক এআইওটি পণ্য তরুণ ক্রেতাদের জন্য বাজারে নিয়ে আসবে। ৫জি প্রযুক্তির অধিগ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং সবার জন্য ৫জি নিশ্চিত করতে রিয়েলমি আগামী দিনে আরও বেশি বেশি স্মার্ট ডিভাইস বাজারে নিয়ে আসবে।
আরও পড়ুন: বাজার সম্প্রসারণে কাজ করবে রিয়েলমি-দারাজ
অসাধারণ ডিজাইনের স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে সুপারসোনিক ব্লু এবং সুপারসোনিক ব্ল্যাক এই দুটি কালারে। আগ্রহীরা শুধুমাত্র ইভ্যালিতে ১০ জুলাই রাত ১০:১০ মিনিট থেকে এই স্মার্টফোনটি কিনতে পারবেন ১৯,৯৯০ টাকার অবিশ্বাস্য মূল্যে। ২৪ ঘন্টার মধ্যে নিশ্চিত ডেলিভারি গ্যারান্টিসহ স্মার্টফোনটি কিনতে ভিজিট করুন - https://cutt.ly/Buy_realme8_5G ।
এদিকে, রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো বাজারে পাওয়া যাবে যথাক্রমে ৪,২৯৯ ও ৫,৪৯৯ টাকায়।
৩ বছর আগে
বৃহস্পতিবার 'স্বাধীনতা পুরস্কার ২০২১' প্রদান করবেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার 'স্বাধীনতা পুরস্কার ২০২১' প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে (পিএমও) জানা গেছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে প্রয়াত আহসানউল্লাহ মাস্টার, প্রয়াত আখতারুজ্জামান বাবু, প্রয়াত আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ; সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান।
বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠান হিসেবে এবার পুরস্কার পাচ্ছে।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার।
৩ বছর আগে
বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় শাবিপ্রবি শীর্ষে
গবেষণার ক্ষেত্রে ২০২০ সালে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৩ বছর আগে
প্রকৌশল গবেষণা বাড়াতে সংসদে বিল পাস
দেশে প্রকৌশল খাতের গবেষণাকে অনুপ্রাণিত করতে সংসদে ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল-২০২০’ পাস হয়েছে।
৪ বছর আগে
বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য অটো স্কুটার বানাল যবিপ্রবি শিক্ষার্থীরা
অসুস্থ, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের চলাচলের জন্য সৌরচালিত অটো স্কুটার তৈরি করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী। যা ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার বেগে চলতে সক্ষম।
৪ বছর আগে