স্বাস্থ্য সচিব
১১ অক্টোবর থেকে জেলা-উপজেলায় শিশুদের টিকাদান শুরু: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে।
শনিবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ'- শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি জানান, সবমিলিয়ে দেশে দুই কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৩৭ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
সচিব বলেন, ‘আগামী ১১ তারিখ (অক্টোবর) থেকে পৌরসভা লেভেলে টিকা কার্যক্রম শুরু করবো। এতে করে কমিউনিটি পর্যায়ে আমাদের শিশুদের টিকা পৌঁছে যাবে। এরমাধ্যমে টিকা না পাওয়া বাকি শিশুরা আমাদের কভারেজে চলে আসবে।’
আরও পড়ুন: ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন কানাডার
তিনি আরও বলেন, ‘অনেক দেশেই বাচ্চাদের টিকা শুরু হয়নি, আমরা শুরু করেছি। প্রথম থেকেই টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বরাবর আবেদন করে রেখেছিলাম, আমরা অনুমোদন পাওয়ার পরপরই কার্যকর শুরু করে দিয়েছি। এর আগে থেকেই আমরা টিকার সোর্স নিশ্চিত করে রেখেছি।’
সচিব বলেন, ‘আমাদের মানুষের মধ্যে একটা অভ্যাস গড়ে উঠেছে, করোনা প্রকোপ বেড়ে গেলেই তাদের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বেড়ে যায়। এমন মানসিকতার পরিবর্তন করা দরকার।’
আরও পড়ুন: ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেয়া শুরু
বরিশালে ২০ হাজার শিশুকে করোনার টিকা দেয়া হবে
২ বছর আগে
কোনো অজুহাতে স্বাস্থ্য সেবা ব্যাহত করা যাবে না: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেছেন, কোনো অজুহাতেই স্বাস্থ্য সেবা ব্যাহত করা যাবে না।
তিনি বলেন, ‘স্বাস্থ্য সরঞ্জাম ও যন্ত্রপাতি নষ্ট বলে রোগীদের ফিরিয়ে দেয়া যাবে না। যদি ক্লিনিকের যন্ত্র ঠিক থাকতে পারে তাহলে সরকারি হাসপাতালের সকল স্বাস্থ্য সরঞ্জামও ঠিক থাকতে হবে।’
শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরের ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সচিব এসব কথা বলেন।
আরও পড়ুন:করোনার বুস্টার ডোজ রবিবার শুরু: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সরকার আপনাদের সকল সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে মানুষ কেনো আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবে না। তাছাড়া সরকারি হাসপাতাল ধনীদের জন্য নয়, সাধারণ খেটে খাওয়া মানুষের সেবার দেয়া জন্য।’
সচিব বলেন, ‘সাধারণ মানুষের টেক্সের টাকায় আমাদের বেতন হয়, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা আমাদের বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা আগের চেয়ে বৃদ্ধি করেছে, তাহলে আমরা কেনো সেবার মান বাড়াবো না। ’
করোনার টিকার প্রসঙ্গে তিনি বলেন, টিকার কোন ঘাটতি নেই, তবে অনেকেই এখনও টিকা না নেয়ায় আমরা উদ্বিগ্ন, আগামী দুই সপ্তাহের মধ্যে জেলার সকলকে প্রথম ডোজ টিকার দেয়ার বিষয়ে স্বাস্থ্যকর্মী, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে নাগরিকদের টিকাগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে: স্বাস্থ্য সচিব
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সিলিভ সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, স্বাস্থ্য প্রকৌশলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ তার সঙ্গে ছিলেন।
২ বছর আগে
রাজধানীতে করোনা বেড বাড়ানো হবে: স্বাস্থ্য সচিব
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে আরও ৭০০ থেকে ৮০০ বেড বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য সচিব বলেন, গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঢাকা শহরে আসন বাড়ানোর বিষয়টি ভাবছে সরকার।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে করোনা নিয়ন্ত্রণে আসবে না: মন্ত্রী
সচিব বলেন, উত্তর সিটি করপোরেশনে একটি হাসপাতাল অচিরেই উদ্বোধন হবে যেখানে ১ হাজার ২৫০টি বেড ২৫০ টি বেডের আইসিই থাকবে। এছাড়া এখনো আমাদের উপজেলা ও জেলা ফাঁকা আছে।
আরও পড়ুন: কোভিড টিকা: দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার থেকে শুরু
কিছু সীমাবদ্ধতা আছে জানিয়ে লোকমান হোসেন বলেন, 'সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। টিকার কার্যক্রম চলমান আছে।
আরও পড়ুন:করোনা টিকা: ফরিদপুরে দ্বিতীয় ডোজ দেয়া শুরু
মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানান তিনি।
৩ বছর আগে
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান করোনায় আক্রান্ত
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার সচিবের পিএস মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েকদিন আগে সচিব মহোদয়ের করোনা পজিটিভ আসে। শারীরিক চেকাপের জন্য শুক্রবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়েছেন।
আরও পড়ুন: টিকা নেয়ার ২ মাস পর চট্টগ্রামের সিভিল সার্জন করোনায় আক্রান্ত
রাশেদ হোসেন বলেন, ‘আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম। আমার পরিবারের আরও ২-৩ জন আক্রান্ত হয়েছে।’
উল্লেখ্য, গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড ৬ হাজার ৮৩০ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:বিএনপি নেতা খন্দকার মোশাররফ সস্ত্রীক করোনায় আক্রান্ত
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে পৌঁছেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে।
এর আগে বৃহস্পতিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬৯ জনের শরীরে করোনা শনাক্ত এবং ৫৯ জনের মৃত্যু হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৬টি পরীক্ষাগারে ৩০ হাজার ২৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৯ হাজার ৩৩৯টি নমুনা।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.২৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২২.৯৪ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমকি ৬৪ শতাংশ।
আরও পড়ুন: বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর সস্ত্রীক করোনায় আক্রান্ত
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
৩ বছর আগে
বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিতের কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্য সচিব
ভ্যাকসিন নেয়ার পর ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধার অভিযোগ তুলে ইউরোপের কয়েকটি দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার ব্যবহার স্থগিত করলেও বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম স্থগিত করার কোনো পরিকল্পনা নেই।
৩ বছর আগে
টিকা প্রদানে প্রবীণদের অন-স্পট রেজিস্ট্রেশনের বিষয়টি বিবেচনাধীন: স্বাস্থ্য সচিব
টিকা দেয়ার ক্ষেত্রে প্রবীণদের জন্য সরকার অন-স্পট রেজিস্ট্রেশন ব্যবস্থা রাখতে পারে বলে শনিবার জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।
৩ বছর আগে
দেশে শিগগিরই করোনা ভ্যাকসিনের ট্রায়াল হবে: স্বাস্থ্য সচিব
দেশে খুব দ্রুত সময়ের মধ্যে করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল হবে এবং এর প্রক্রিয়া দুই দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান।
৪ বছর আগে
চীনের ভ্যাকসিনের ফল সন্তোষজনক হলে স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ: স্বাস্থ্য সচিব
চীনের সাইনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগের জন্য অনুমোদন দেয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
৪ বছর আগে