বিবস্ত্র করে নির্যাতন
নোয়াখালীর বিবস্ত্র করে নির্যাতন মামলায় ১৩ আসামির কারাদণ্ড
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার দুপুর ১২টা ২০মিনিটে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ মামলার রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ায় স্বামীর কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেলোয়ার হোসেন দেলু, নূর হোসেন বাদল, মোহাম্মদ আলী ওরফে আবুল কালাম, আনোয়ার হোসেন সোহাগ, সামছুদ্দিন সুমন, নূর হোসেন রাসেল, মাইন উদ্দিন সাজু, ইস্রাফিল হোসেন মিয়া, মো. রহিম, আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক।
এদের মধ্যে আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক পালতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মামুনুর রশীদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন । এর আগে ৯ আসামিকে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে সকাল পৌনে ১০টায় কারাগার থেকে আদালতে আনা হয়।
উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলুসহ ১৪ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত জোর করে ওই নারীর ঘরে প্রবেশ করেন। পরে ওই নারীর স্বামীকে মারধর, নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা এবং পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন। একপর্যায়ে ঘটনার ৩২ দিন পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
আরও পড়ুন: সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তার ৩১ বছর কারাদণ্ড
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০২০ সালের ৪ অক্টোবর দেলোয়ার বাহিনীর ৯ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের ভার দেয়া হয়। পরে স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলার থেকে অব্যাহতি দিয়ে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।
৩ বছর আগে
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেপ্তার দুই আসামি ৬ দিনের রিমান্ডে
নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
৪ বছর আগে