নির্মাণাধীন বহুতল ভবন
সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১০ নির্মাণ শ্রমিক আহত
সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধসে ১০ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার বিকাল চারটার দিকে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভেতরে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান যে বিকালে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভেতরে নির্মাণাধীন দশ তলা ভবনের ৯ তলার ছাদ ঢালাই করার সময় ওই তলার ছাদ ধসে পড়ে প্রায় দশজন নির্মাণ শ্রমিকের ওপর।
আরও পড়ুন: বাড়ির ছাদ ধসে চট্টগ্রামে ১২ বছরের শিশু নিহত
খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
১ বছর আগে
চট্টগ্রামের আগ্রাবাদে বহুতল ভবনে আগুন
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে রবিবার দুপুরে আগুন লেগেছে।
৫ বছর আগে