৫ দফা দাবি
৫ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয় বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিসহ ৫ দফা দাবিতে সচিবলায় ঘেরাও করে অবস্থান নিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী।
সোমবার (১১ নভেম্বর) শিক্ষা ভবনের সামনের মোড় অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় ১২ সদস্যের একটি প্রতিনিধিদল দাবির স্মারকলিপি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করে।
কিন্তু শিক্ষা সচিব শিক্ষার্থীদের সঙ্গে দেখা না করায় সচিবালয় ঘেরাও করে কয়েক হাজার শিক্ষার্থী।
১২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান, সংগঠক একেএম রাকিব, রাইসুল ইসলাম নয়ন, আসাদুল ইসলাম, আবু বকর খান, নওশীন নাওয়ার জয়া, সোহান প্রামাণিক, মাসুদ রানা, নূর নবী, ওমর ফারুক, ফেরদৌস শেখ, অপু মুন্সী।
আরও পড়ুন: তিন দফা দাবিতে তাঁতীবাজার অবরোধ জবি শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১) স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং সাতদিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দায়িত্ব অর্পণ করতে হবে।
২) শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখাসহ ঘোষণা করতে হবে যে, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
৩) অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল করতে হবে।
৪) সম্প্রতি ইউজিসির ঘোষণাকৃত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে।
৫) বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেটে সর্বনিম্ন ৫০০ (পাঁচশত) কোটি টাকা বরাদ্দ দিতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কে জবি শিক্ষার্থী নওশীন জয়া বলেন, আমরা শিক্ষা সচিবের কাছে এসেছিলাম। কিন্তু আমাদের কেচি গেটের ভেতরে দাঁড় করিয়ে ভেতর থেকে প্রতিনিধি পাঠিয়ে আমাদের দাবি-দাওয়া তাদের কাছে দিতে বলা হয়েছে।
৪ দিন আগে
নিরাপত্তার দাবিতে দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ, ৫ দফা দাবি
বাড়ি-ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধনের কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে বিক্ষোভকারী-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫
এসময় দাবির পক্ষে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড বহন করেন তারা। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় সমাবেশে ৫ দফা দাবি পেশ করেছেন।
দাবির মধ্যে রয়েছে-
১. অবিলম্বে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন।
২. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরা্দ্দ।
৩. দ্রুত সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন।
৪. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত হামলা প্রতিবোধে কঠোর আইন প্রনোয়ণসহ বাস্তবায়ন।
৫. হামলার শিকার ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
এছাড়া সনাতন ধর্মাবলম্বীরা দাবির পক্ষে মঙ্গলবার (১৩ আগস্ট) প্রতিটি উপজেলায় ও বুধবার (১৪ আগস্ট) প্রেস ক্লাবের সামনে আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।
কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেলসহ সনাতন ধর্মাবলম্বী সংগঠনের প্রতিনিধিরা।
সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের দেশ না ছাড়তে আহ্বান জানান এবং তাদের জানমাল রক্ষাসহ নিরাপত্তার দাবিতে বক্তব্য দিয়েছেন তারা।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত
৩ মাস আগে
দ্বিতীয় দিনেও বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে শ্রমিকদের সংগঠন ‘জীবন- জীবিকা বাঁচাও’ কমিটির ডাকে বেনাপোল বন্দর দিয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
৩ বছর আগে
ফরিদপুরে ৫ দফা দাবিতে আখ চাষি ও চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া আদায়সহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আখ চাষি ও চিনি কলের শ্রমিকরা।
৩ বছর আগে