পেট্রোল বোমা
পেট্রোল বোমা মেরে ট্রাকের হেলপার হত্যা: বিএনপির ৫৪ নেতাকর্মী খালাস
ব্যুরো অসহযোগ আন্দোলনের সময় আলোচিত বরিশালের উজিরপুরে ট্রাকে পেট্রোল বোমা মেরে হেলপার হত্যা মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক টিএম মুসা এই রায় ঘোষনা করেন।
আদালতের বিশেষ কৌশলী লস্কর নুরুল হক জানান, মামলার সাক্ষীরা ঠিকমতো স্বাক্ষ্য না দেয়ায় প্রমাণের অভাবে আসামিরা খালাস পেয়েছেন।
উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন খান জানান, মামলার আসামিরা সকলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। মামলার রায়ে সকলেই খালাস হয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী মো. সবুজ বলেন, ২০১৫ সালের ১৮ জানুয়ারী বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার শানুহার বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে ট্রাকে পেট্টোল বোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়। এতে ট্রাকে ঘুমন্ত অবস্থায় তরুণ হেলপার সোহাগ দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা করে এসআই শহিদুর রহমান। মামলায় ৫৭ জনকে আসামী করা হয়। আসামিদের বিরুদ্ধে গতিরোধ করে বিস্ফোরক দ্রব্যের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিদ্বগ্ধ করে হত্যা করার অভিযোগ আনা হয়।
উজিরপুর মডেল থানার ওই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মামলার ৫৪ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেছেন।
২ বছর আগে
বিএনপির মিছিলের হারিকেন থেকে পেট্রোল বোমার শঙ্কায় জনগণ: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার পর ইউক্রেন যুদ্ধের প্রভাবে এখন ইউরোপ-আমেরিকাতেও বিদ্যুৎ রেশনিং হচ্ছে এবং যে বিএনপি বিদ্যুৎ দাবি করায় গুলি করে মানুষ হত্যা করেছিল, সেই বিএনপির ডাকা মিছিলের হারিকেন থেকে পেট্রোল বোমা বের হয় কি না তা নিয়ে এখন জনগণ শঙ্কিত।
শুক্রবার বিকালে ঢাকায় বাংলা একাডেমিতে 'স্বনন' আয়োজিত আবৃত্তি অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকরা রাজনীতি প্রসঙ্গে বিএনপি লোডশেডিংয়ের সময় হারিকেন নিয়ে মিছিল ডাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য দশগুণ বেড়েছে ও তেলের মূল্য রেকর্ড ছাড়িয়েছে ফলে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোও বিদ্যুৎ উৎপাদনে হিমশিম খাচ্ছে উল্লেখ করে মন্ত্রী এসময় বিদ্যুৎ সাশ্রয়ে উন্নত দেশগুলোতে নেয়া ব্যবস্থার খতিয়ান তুলে ধরেন।
তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইলে এসএমএসের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ সংকটের আশঙ্কায় জাপানে এবং ফ্রান্সেও জনগণের প্রতি একই আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। সেখানেও এর সাশ্রয়ের জন্য বলা হয়েছে এবং অনেক শহরে পানি গরম করার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে দুই ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। আর ছয় বছরের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত।
দেশে ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন বিদ্যুৎ পেতো মাত্র ৪০ শতাংশ মানুষ আর এখন শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে এবং গত অর্থ বছরে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫৩ হাজার কোটি টাকা বা ৬ মিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে বলে উল্লেখ করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, 'যেসব দেশে এক সেকেন্ডের জন্যও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতো না, সেসব দেশেও যখন বিদ্যুৎ সাশ্রয় ও রেশনিং করা হচ্ছে, বাংলাদেশেও সেই ব্যবস্থা নেয়া ও জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে। আমাদের দেশ তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। কিন্তু এ নিয়ে বিএনপির হারিকেন নিয়ে মিছিলের ডাকে জনগণ এখন শঙ্কিত যে তাদের হারিকেন থেকে পেট্রোল বোমা বের হয় কি না। আর কানসাটে বিদ্যুৎ দাবিকারী কৃষকদের যারা গুলি করেছিল, বিদ্যুৎ না দিয়ে তারেক রহমানের কোম্পানি বিভিন্ন জায়গায় শুধু খাম্বা বসিয়েছিল, তাই বিদ্যুৎ নিয়ে তাদের কথা বলার নৈতিক অধিকারই নেই।'
সরকারের প্রতি বিএনপি মহাসচিবের মন্তব্য 'চা-টা খাওয়ার দাওয়াত নয়, পদত্যাগ করুন' এ নিয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী তার মহানুভবতা দেখিয়ে বলেছিলেন বিএনপির মিছিল-সমাবেশে বাধা না দিতে এবং মিছিল নিয়ে তারা যদি গণভবনেও যায়, তিনি তাদের চা খাওয়াবেন। কিন্তু মির্জা ফখরুল সাহেবরা যারা প্রধানমন্ত্রীর মহানুভবতা বোঝে না, যাদের নেত্রী প্রধানমন্ত্রীর দাওয়াতের অশোভন জবাব দেয়, যারা দাওয়াতের মর্যাদা বোঝে না, তাদের দাওয়াত দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।'
এরপর তথ্যমন্ত্রী একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কবি শ্যামসুন্দর সিকদারের কবিতার ধ্বনি স্রোতস্বিনী আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুগে যুগে মানুষের মনন ও সৃষ্টিশীলতাকে সমৃদ্ধ করে আসা কবিতার চর্চাবৃদ্ধি জাতির আত্মিক উন্নয়নের অন্যান্য সোপান।
বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার আয়োজকদের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান।
ডা. চক্রেশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।
পড়ুন: সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: তথ্যমন্ত্রী
বিদেশিদের কাছে নয়, জনগণের কাছে যান: বিএনপিকে তথ্যমন্ত্রী
২ বছর আগে
বাসে পেট্রোল বোমায় ৮ জন নিহত, আট বছরেও বিচার পাননি স্বজনরা
জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে পুড়ে আট জনের মৃত্যুর ঘটনার আট বছরেও বিচার পাননি নিহতের স্বজনরা।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধা থেকে ঢাকার উদ্যেশ্যে যাওয়া নাপু এন্টার প্রাইজ নামের বাসে এ হামলার ঘটনা ঘটে।
বোমার আগুনে পুড়ে বাসের মধ্যেই শিশু নারীসহ ঘটনাস্থলেই চারজন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনসহ মোট আট জন মারা যায়। আহত হয় প্রায় ৩৫ জন।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: গাইবান্ধায় বিজয়ী প্রার্থীর হামলায় পরাজিত মেম্বার প্রার্থীর মৃত্যু
এ হামলার ঘটনায় গাইবান্ধা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বাদী হয়ে ৭৭ জনের নামে মামলা করেন গাইবান্ধা থানায়। অভিযোগপত্রও দাখিল করা হয়। এর মধ্যে এক ও চার নম্বর আসামির মৃত্যু হয়। অপর ৭৩ জন অভিযুক্ত জামিনে বেড়িয়ে গেছেন। তারা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন ।
ঘটনায় বাবাকে হারানো শিল্পি খাতুন বলেন ,‘ বাবা হত্যার বিচার চাই। আমি যতো দিন বেঁচে থাকবো এই হত্যাকারীদের বিচার চেয়েই যাবো। হত্যাকাণ্ডের আট বছর পূর্ণ হলো অথচ বিচার হলো না । এর চেয়ে বড় দু:খ আর কি হতে পারে। ’
দুর্ঘটনায় নিহত শিশু শিল্পি দাসের মা সাধনা রানী বলেন ,‘আমার মেয়েকে আমি পাইনি। পেয়েছি তার পুড়ে যাওয়া নিথর দেহ। তাকে আমরা চিনতে পারিনি। পুড়ে ছাই হয়ে গেছে।’
আরও পড়ুন: মা-মেয়েকে ধর্ষণ: গাইবান্ধায় ৩ জিনের বাদশার যাবজ্জীবন
ঘটনায় আহত শাহজাহান আলী বলেন, ‘আমি বেঁচে গেছি কোনো মতে। আল্লাহ আমাকে নিজ হাতে বাঁচার সুযোগ করে দিয়েছে। কিন্তু আমার সঙ্গের ও চারপাশের যে আট জন মরে গেছে। বিভৎস এ ছবি চোখে ভেসে ওঠে। তখন মাথা ঠিক থাকে না। ’
নিহতের স্বজন ও আহতরা বলেন, ক্ষতিপূরণ বাবদ টাকা পেয়েছেন। কিন্তু ঘটনায় জড়িত জামায়াত শিবির ও অপরাধীদের বিচার হয়নি ,তারা বিচার চান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বলেন, বিষয়টি দীর্ঘদিন আগের। তাছাড়া অভিযুক্তরা জামিনে বেড়িয়ে তাদের কর্মস্থলে যোগ দিয়েছে।
পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম প্রিন্স বলেন, মামলার অভিযুক্তরা সবাই জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মী। তারা উচ্চ আদালতের জামিনে আছেন। মামলার চার্জ গঠন করা হয়েছে। গাইবান্ধা জেলা জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।
২ বছর আগে
সীতাকুণ্ডে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এক পক্ষ। এসময় বেশ কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এসময় ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড, মীরসরাই ও ফটিকছড়ি উপজেলার ৩৯টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।ভোট শুরুর আগে ভোরে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ওই সংঘর্ষের ঘটনার পর পুলিশ বিবাদমান দুই প্রার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে যায়। এই দুই প্রার্থী হলেন, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদের প্রার্থী মাহবুব ও ফোরকান।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: নরসিংদীতে সহিংসতায় নিহত ১সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক, জানান, সকালে ভোট শুরুর আগে সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ওই সংঘর্ষের পর পুলিশ দুই প্রার্থীকে 'জিজ্ঞাসাবাদের জন্য' থানায় নিয়েছেন। সংঘর্ষের পর দুই পক্ষের সমর্থকরা মহাসড়কে গিয়ে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পরে পুলিশ ওই কেন্দ্রের বাইরে তল্লাশি চালিয়ে বেশকিছু লাঠিসোটা ও পেট্রোল বোমা উদ্ধার করেছে।উল্লেখ্য ফটিকছড়ি উপজেলার ১২টি ইউনিয়ন, সীতাকুণ্ড উপজেলা ৯টি ইউনিয়ন এবং মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফটিকছড়ির একটি, সীতাকুণ্ডের পাচঁটি এবং মীরসরাইয়ের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে হচ্ছে না।
আরও পড়ুন: দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে
৩ বছর আগে
দেবহাটায় যুবলীগ নেতার রান্নাঘর থেকে পরিত্যক্ত ৩ পেট্রোল বোমা উদ্ধার
সাতক্ষীরার দেবহাটায় উপজেলায় এক যুবলীগ নেতার বাড়ির রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে