জামানত
চুয়াডাঙ্গায় ১৫ প্রার্থীর মধ্যে ৯ জন জামানত হারালেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনের ১৫ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী এম এ শহীদুর রহমান, জাতীয় পার্টির সোহরাব হোসেন, জাকের পার্টির আব্দুল লতিফ খান, স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম, স্বতন্ত্র নজরুল মল্লিক, জাতীয় পার্টির রবিউল ইসলাম ও জাসদের দেওয়ান মো. ইয়াসিন উল্লাহ। এ ছাড়া চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী।
আরও পড়ুন: ২২ দল আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি নির্বাচন কমিশনে
এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ৩ জন এবং চুয়াডাঙ্গা-২ আসনে ৬ জন প্রার্থী রয়েছেন বলে রবিবার রাতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে জানা গেছে।
নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি মোট ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পান, তাহলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।
আরও পড়ুন: কোনো কেন্দ্রে জাল ভোট হলে প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হবে: নির্বাচন কমিশনার
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তারা সবাই তাদের জামানত বাঁচাতে ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নিয়ম অনুযায়ী যারা নির্বাচনে মোট ভোটের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ ভোট পাননি, তারা জামানতের টাকা ফেরত পাবেন না।
দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে।
আরও পড়ুন: ভালো নির্বাচন না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে: নির্বাচন কমিশনার
১ বছর আগে
নির্বাচনে এলে বিএনপির অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে: জাহিদ মালেক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়, তারা নির্বাচনে এলে অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপরজেলা জাগির উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে। যতো আন্দোলন করুক না কেন বিএনপি-জামায়াতের এতো শক্তি নেই যে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিবে। তাদের এতো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারবে। আগামী ৭ জানুয়ারি দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে।’
আরও পড়ুন: মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার প্রমূখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের সময় বলা হয়েছিল মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই। তারা ঘরে থাকবে। তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। কিন্ত শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তারা দেশের প্রতিনিধিত্ব করছেন।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের নির্বাচনে আসার সেই সাহস নেই। কারণ জ্বালাও-পোড়াও করে ভোট পাওয়া যায় না; মানুষকে হত্যা করে ভোট পাওয়া যায় না।’
আরও পড়ুন: এডিস মশা থাকলে ডেঙ্গু রোগীও থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
জনবল সংকটকে চিকিৎসা খাতে বড় চ্যালেঞ্জ দেখছেন স্বাস্থ্যমন্ত্রী
১ বছর আগে
২.০৩ কোটি উদ্বৃত্ত দেখিয়ে ইসিতে বিএনপির অডিট রিপোর্ট জমা
বিএনপি রবিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) ২০২২ ক্যালেন্ডার বছরের জন্য তাদের বার্ষিক আর্থিক বিবরণী জমা দিয়েছে। যেখানে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকার তহবিল দেখানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের কাছে আর্থিক প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন ও আব্দুস সাত্তার পাটোয়ারী।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে বিএনপি আয় করেছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা এবং ব্যয় করেছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।
আরও পড়ুন: বিএনপিকে দোষারোপ করতে গাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগ: ফখরুল
গত বছর দলটির আয় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
২০২১ ক্যালেন্ডার বছরে দলটি ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা ব্যয়ের বিপরীতে ৮৪ লাখ ১২ হাজার ৯৪৪ টাকা আয় দেখিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, তারা রুটিন ওয়ার্ক অনুযায়ী অডিট রিপোর্ট ইসিতে জমা দিয়েছেন।
তিনি বলেন, বিএনপির আয়ের বড় উৎস ছিল দলের সদস্যদের চাঁদা, অনুদান এবং ব্যাংকে গচ্ছিত টাকার মুনাফা।
এই বিএনপি নেতা বলেন, তাদের কার্যালয়ের কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস, রাজনৈতিক কর্মসূচি, পোস্টার ছাপানো, ত্রাণসামগ্রী বিতরণ এবং দলের দমন-পীড়িত নেতাকর্মীদের আর্থিক সহায়তা ব্যয়ের প্রধান খাত।
আইন অনুসারে, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের ক্যালেন্ডার বছরের আর্থিক বিবরণী জমা দিতে বাধ্য।
আরও পড়ুন: রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হাজার হাজার নেতাকর্মীর সমাগম
মহাসমাবেশের আগে বিএনপির ৫ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার: রিজভী
১ বছর আগে
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ জামানত হারাবে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না।
তিনি বলেন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারে আওয়ামী লীগের আপত্তির একটাই কারণ, তারা জানে যদি নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হয়, তাদের কারও জামানত থাকবে না।
সোমবার (১৩ মার্চ) ঠাকুরগাঁয়ের নিজ বাড়িতে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এই ঘটনা ঘটেছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এবং আসল আসামিদের আড়াল করতেই বিএনপি’র ওপর দোষ চাপাচ্ছে। আর এর সঙ্গে তো সরকারের গোয়েন্দা সংস্থাগুলো রয়েছেই।
আরও পড়ুন: রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে সরকার: ফখরুল
১ বছর আগে
মেয়র নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জামানত বাড়িয়েছে বিএনপি
আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরমের সাথে জামানতের পরিমাণ ২৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করেছে বিএনপি।
৫ বছর আগে