ধুনট
ধুনটে বার্মিজ চাকুসহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বার্মিজ চাকুসহ রিফাত হাসান (২০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সন্দ্বীপে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রিফাত উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের বেলাল হোসেনের ছেলে ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক।
ধুনট উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ জানান, রিফাত বর্তমান কমিটিতে নেই। তবে আগের উপজেলা সেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। সে সময় রিফাতসহ আরও কয়েকজন সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, বার্মিজ চাকুসহ রিফাত হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
১০ মাস আগে
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকাল ৮ টার দিকে উপজেলার রত্নীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিথিলা খাতুন (৫) ওই গ্রামের মোহাব্বত আলীর মেয়ে।
আরও পড়ুন: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮ টার দিকে মিথিলার মা সুবর্ণা খাতুন বাড়ির উঠানে বসে বিদ্যুৎচালিত ফ্যান দিয়ে চাল উড়নোর কাজ করছিলেন। বৈদ্যুতিক তারটিতে ফুটো থাকায় টিনের ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়।
এসময় শিশু মিথিলা খাতুন অসাবধানতাবশত বিদ্যুতায়িত টিনের বেড়া স্পর্শ করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
১ বছর আগে
ধুনটের ইউএনও’র বাসায় ২২১ বস্তা পচা ত্রাণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি
বগুড়ার ধুনটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সরকারি বাসভবন থেকে বিতরণের জন্য দেওয়া ২২১ বস্তা মেয়াদোত্তীর্ণ সরকারি ত্রাণ সামগ্রী হস্তান্তর করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
এসব পচা ত্রাণসামগ্রী ২০২১ সালে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে দেওয়া হয়।
বৃহস্পতিবার কার্যালয় ছাড়ার আগে ইউএনও এগুলোকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল হাই খোকনের কাছে হস্তান্তর করেন।
গত ৭ মার্চ ওই ইউএনওকে বগুড়ার ধুনট উপজেলা থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বদলি করা হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধুনট উপজেলায় তার শেষ কর্ম দিবস ছিল। ওইদিন বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে ২২১ বস্তা নষ্ট হয়ে যাওয়া খাবার অযোগ্য ত্রান সামগ্রী উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সরকারি বাসভবনে জমা দেন।
আরও পড়ুন: ফকিরহাটে সাবেক জনপ্রতিনিধিকে লাঞ্চিত করার অভিযোগে ইউএনও প্রত্যাহার
বিষয়টি জানাজানি হলে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় জমে।
সরেজমিনে দেখা গেছে, চাল, ডাল, লবণ, তেল, চিড়া, নুডলস, চিনি, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া মসলার সাড়ে ১৫ কেজি ওজনের বস্তার গাঁয়ে লেখা‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, ত্রাণসামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২১-২০২২ অর্থ বছর ও ০৭.০৭.২০২১ তারিখ।’
প্রায় দুই বছর আগের এই ত্রাণসামগ্রী মেয়াদোত্তীর্ণ হয়ে খাবার অযোগ্য হয়ে পড়েছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, ‘ইউএনও সঞ্জয় কুমার মহন্ত শেষ কর্মদিবসে ২২১ বস্তা ত্রাণসামগ্রী শ্রমিক দিয়ে তার সরকারি বাসায় রেখেছেন এবং ২০২২ সালের ২৫ জুলাই তারিখের তৎকালিন জেলাপ্রশাসক জিয়াউল হক সাক্ষরিত একটি বরাদ্দ পত্র দিয়েছেন। রেখে দেওয়া ত্রাণসামগ্রীগুলো অনেকটাই খাবার অযোগ্য।’
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘ত্রাণসামগ্রীগুলো গত তিন মাস আগে বরাদ্দ পেয়েছি। সেগুলোর কিছু বিতরণ করা হয়েছে। আমার বদলিজণিত কারণে ত্রাণসামগ্রীগুলো উপজেলা চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে।’
এব্যাপারে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেছেন, ‘ইউএনও’র বাসা নয় ওটা উপজেলা প্রশাসনের অস্থায়ী গুদাম বলে আমাকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) জানিয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে কারও কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: বাসাইলের সাবেক ইউএনও মঞ্জুরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা
ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা মামলায় বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড
১ বছর আগে
বগুড়ায় পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা
বগুড়ার ধুনটে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকির হোসেন (৩২) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জাকির বগুড়ার শাজাহানপুরের মাদলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ধুনটের মাঝবাড়ি গ্রামে থেকে মুদি দোকানের ব্যবসা করতেন।
আরও পড়ুন: সুদে পাঁচ হাজার টাকা দিয়ে ৫ লাখ টাকা দাবি, কৃষকের আত্মহত্যা!
পুলিশ ও স্থানীয়রা জানান, মাঝবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল জাকিরের। শুক্রবার রাতে জাকির তার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর মুদি দোকানি জাকিরকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জাকির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: হাজারীবাগে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
জনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
১ বছর আগে
বগুড়ায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুরগির খামারি মামুন মিয়া একই গ্রামের টুকু মন্ডলের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় খুঁটি স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে ক্রেনের চালক নিহত
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, মামুন মিয়া নিজ বাড়ির ভেতরে মুরগির খামারে বিদ্যুতের সংযোগ দিতে যান। এসময় অসাবধানতা বিদ্যুতের তারের ত্রুটিযুক্ত স্থানে স্পর্শ লেগে তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নারায়ণগঞ্জে ৩ জায়ের মৃত্যু
তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
২ বছর আগে
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
বগুড়ার মাঝিড়া ও দুপচাঁচিয়ায় শুক্রবার পৃথক সড়ক র্দুঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।
৩ বছর আগে