‘কিশোর গ্যাং
রাজধানীতে ‘কিশোর গ্যাং’ এর সদস্যদের হামলায় কিশোর নিহত
রাজধানীরর সূত্রাপুর এলাকায় সোমবার রাতে ‘কিশোর গ্যাং’ এর সদস্যদের হামলায় এক কিশোর নিহত এবং আরেকজন আহত হয়েছে।
নিহত অনন্ত (১৭) স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ধোলাইখাল এলাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, রাত ১১টার দিকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে অনন্ত দেখতে পায় ফরাজগঞ্জ ঘাট এলাকায় তাদের এলাকার ছোট ভাই সাজুকে ওই এলাকার ফেরদৌসসহ ১০-১২ জন মারধর করছে।
আরও পড়ুন: রাজধানীর মুগদায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর নিহত
একপর্যায়ে অনন্ত সাজুকে বাঁচানোর চেষ্টা করে এবং ঘটনার প্রতিবাদ করে। পরে ফেরদৌস তার গ্যাংসহ অনন্তকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাকে গুরুতর আহত করে। পরে তাকে ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাভারে প্রেমের বিরোধে ছুরিকাঘাতে শিক্ষার্থী ‘খুন’
এদিকে, আহত সাজু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তাৎক্ষণিকভাবে হত্যার পেছনের কারণ জানা যায়নি।
আরও পড়ুন: বগুড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা
৩ বছর আগে