প্রলোভন
গাইবান্ধায় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ চক্রের মূল হোতা গ্রেপ্তার
চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা শাহারুলকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করতে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে প্রতারণা করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে বাবা-মা গ্রেপ্তার
গ্রেপ্তারের সময় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয়পত্রসহ খালি চেকবই ও স্ট্যাম্প জব্দ করা হয়।
২০০৫ সালে বিজিবিতে যোগ দেওয়া শাহারুলের বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীদের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এরপর ২০২০ সালের ২৭ অক্টোবর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
চাকরিচ্যুত হওয়ার পর শাহারুল দালাল চক্র গড়ে তোলেন। একাধিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবিসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অনেককে প্রতারিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহারুল তার অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
৬ মাস আগে
২ বছর পর দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার ৯ নারী
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারীকে দুই বছর পর দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার সকালে ভারতের ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
আরও পড়ুন: ভারতে ২ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ তরুণী
ফেরত আসাদের মধ্যে রয়েছে-আঁখি খাতুন (১৬), প্রিয়া দাস (১৮), রিয়া বিশ্বাস (১৯), শান্তি দাস (১৭) মিঠু বেগম (১৯), সনিয়া আক্তার (১৮) শিরিনা আক্তার (১৭) বিথি খাতুন (১৮), বানু খাতুন (১৬)।
এদের বাড়ি ঢাকা, নড়াইল, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।
ফিরে আসা সোনিয়া খাতুন জানান, ভালো কাজের আশায় গত আড়াই বছর আগে যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যাই। পরে ভারতের হায়দারাবাদে বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে।
আদালতের মাধ্যমে তাদের দুই বছরের সাজা হয়। সাজার মেয়াদ শেষে সেখানকার একটি এনজিও সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখেন।
ফিরে আসা এক নারী বলেন, শেল্টারহোমে আমাদের বয়সী অনেক বাংলাদেশি নারী আছেন। তারা দেশে আসার অপেক্ষার প্রহর গুনছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জনকে এবং মহিলা আইন সমিতি তিন জনকে গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এম এ মুহিত হোসেন বলেন, যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জন ও মহিলা আইনজীবী সমিতি তিনজনকে তাদের নিজস্ব শেল্টারহোমে রাখবে।
পরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি যুবক
১ বছর আগে
চাকরির প্রলোভনে প্রতারণা, আটক ২
চুয়াডাঙ্গায় চাকরি দেয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মূল অভিযুক্তের কাছ থেকে নগদ ১৮ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়া থেকে তাদের আটক করা হয়।
অভিযুক্তরা হলেন-আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের মৃদুল হোসেনের ছেলে রাশেদুজ্জামান শান্ত (৩৫)এবং তার সহযোগী চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মাবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের নুর ইসলামের ছেলে কাঠমিস্ত্রি বিল্লাল হোসেন।
এর আগে খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ অভিযুক্ত শান্তর নামে ডিবি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শান্তকে সহযোগীসহ আটক করে ডিবি পুলিশ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ওএমএসের কার্ডের প্রলোভন: আইনজীবীর অর্থদণ্ড
জানা গেছে, অভিযুক্ত শান্ত দীর্ঘদিন ধরে নিজেকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে নিজের আত্মীয়-স্বজনসহ বিভিন্নজনের কাছ থেকে চাকরি দেয়ার নামে নগদ অর্থ হাতিয়ে আসছিলেন। তিনি মূলত বিজিবিতে কুক পদে চাকরি করতেন। কিন্তু বেশ কয়েক বছর আগে অনিয়মের অভিযোগে তার চাকরি চলে যায়। এরপর থেকে তিনি নিজ গ্রামসহ সবার কাছে নিজেকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন বড় অফিসারের সঙ্গে নিজের সখ্যতার কথা বলে এবং আর্মির মেজর সেজে চাকরির প্রলোভনে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন প্রান্তে একটি চক্র গড়ে তুলে চাকরি দেয়ার নামে নগদ টাকাও গ্রহণ করতেন তিনি।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘অভিযোগ পেয়েই আমরা অভিযান পরিচালনা করি। চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া থেকে প্রতারক শান্ত ও তার সহযোগী কাঠমিস্ত্রি বিল্লালকে আটক করা হয়েছে। এসময় শান্তর কাছ থেকে চাকরির দেয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে নেয়া নগদ ১৮ লাখ ১৫ হাজার টাকা উদ্ধারও করা হয়।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে প্রায় ১০-১২ জন ভুক্তভোগী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা সবার অভিযোগগুলো খুব গুরুত্ব সহকারে দেখব। এছাড়া শান্তর পুরো সিন্ডিকেট শনাক্তে ও আটকে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: কেরানীগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে যুবককে অপহরণ
সেনাবাহিনীতে চাকরির প্রলোভন, বগুড়ায় গ্রেপ্তার ৪
২ বছর আগে
নড়াইলে মানব পাচারের অভিযোগে ২ তরুণ আটক
নড়াইলে মানব পাচারের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ।
রবিবার নড়াইল পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায় এক সংবাদ সম্মেলনে তথ্য জানান।
আরও পড়ুন: ‘মানব পাচারকারী চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার, ৩ রোহিঙ্গা উদ্ধার
এ সময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা, ভুক্তভোগী ও আটকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ছাদে ফুলের টবে গাঁজা চাষ: ১৯০টি চারাসহ আটক ১
জানা গেছে, জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে জসীম মোল্যা (১৬) ও প্রতিবেশী এনামুল শেখ (২০) একই গ্রামের ভ্যান চালক জালাল শেখের কন্যা মালিনা (১২) ও প্রতিবেশী অন্তরা আক্তার টুকটুকিকে(১৩) বিয়ে ও ভালো কাজের প্রলোভন দেখিয়ে খুলনায় যেতে বলে। শুক্রবার জসিম ও এনামুল নড়াইল থেকে ওই দুই মেয়ের হাতে ২০০ টাকা দিয়ে খুলনার ফুলতলা চৌরঙ্গী হোটেলে যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে তুলে দেয়। কথামতো মালিনা ও টুকটুকি চৌরঙ্গী হোটেলের সামনে পৌঁছালে হোটেলের ম্যানেজার আনাস শেখ (১৫ ) ও শুকুর আলীর সাথে কথা বলতে থাকে। এ সময় তাদের কথাবার্তা ও আচরণ স্থানীয় কয়েকজন পথচারীর সন্দেহ হলে তারা ফুলতলা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। পরে হোটেলের ম্যানেজার আনাস শেখ (১৫) এবং তার তথ্য মতে জসিমকে আটক করে।
আরও পড়ুন: ইয়াবাসহ মাগুরায় যুবক আটক
এ ঘটনায় মালিনার বাবা জালাল শেখ শনিবার কালিয়া থানায় ৪ জনকে আসামি করে মানব পাচার প্রতিরোধ আইন-২০১২ মামলা করেন।
৩ বছর আগে