চট্টগ্রামে চিকিৎসকসহ ৬ জনের মৃত্যু
করোনায় চট্টগ্রামে চিকিৎসকসহ ৬ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসময় ২ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৪৪ হাজার ৯১ জন।
শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল লতিফ (৬৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. আবদুল লতিফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক (জিএম) ডা. মো. সেলিম জানান, ডা. লতিফ গত ৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ করোনার নতুন ঢেউ দেখতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের
বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিতের কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্য সচিব
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫২৩ জনের করোনা শনাক্ত হয়েছে । নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ৪২৯ জন এবং উপজেলায় ৯৪ জন। মৃত্যু হয়েছে ছয়জনের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৬৬ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫০৭টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৩৬টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১৬টি নমুনা পরীক্ষা করে ৮৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮১৮টি নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
এদিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
৩ বছর আগে