ধর্মীয় নেতা
আমরা সবাই বাংলাদেশি: ধর্মীয় নেতাদের ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, সংবিধান অনুযায়ী জনগণের অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
দেশে সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হলে সঠিক তথ্য পেতে ধর্মীয় নেতাদের সহযোগিতা চেয়েছেন তিনি।
ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘আমরা সঠিক তথ্য জানতে চাই এবং সঠিকভাবে তথ্য পাওয়ার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চাই।’
তথ্য সরবরাহকারীরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সেজন্য কীভাবে নিরাপদে সহজে তথ্য গ্রহণ করা যায়, তা জানতে আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটতেই পারে, তবে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তথ্য সংগ্রহ করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন শনিবার, উদ্বোধনী ভাষণ দেবেন ড. ইউনুস
ইউনূস বলেন, দেশের সব মানুষের সমান অধিকার রয়েছে।
এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, 'আমি যা বলেছি তার সঙ্গে বাংলাদেশের অধিকাংশ মানুষ একমত বলে আমি মনে করি।’
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নিজের দেওয়া বক্তব্যের কথা স্মরণ করে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও তারা সবাই একটি পরিবার। ‘আমরা একই পরিবারের সদস্য। আমরা একে অপরের শত্রু নই। আমরা সবাই বাংলাদেশি।
দুর্গাপূজা উপলক্ষে ঢাকায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।
তিনি বলেন, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মধ্যে তথ্যের ফাঁক রয়েছে।
আলোচনায় অংশ নেন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের নেতারা।
ইউনূস বলেছেন, কোনো শক্তিই ৫ আগস্টের পর থেকে গড়ে ওঠা সংহতি নষ্ট করতে বা কষ্টার্জিত স্বাধীনতা থেকে জাতিকে বঞ্চিত করতে পারবে না।
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের সময় সমাপনী বক্তব্যে ইউনূস বলেন, ‘জাতি একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং এটি অটল থাকবে। কেউ আমাদের ঐক্য ভাঙতে পারবে না বা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না।’
তিনি জনগণের মধ্যে ভিন্ন মতামতের উপস্থিতি স্বীকার করে জোর দিয়ে বলেন, জাতির সম্মিলিত ঐক্যের বিষয়ে কোনো বিভেদ নেই।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক ইউনূস ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে শফিউল আলম ইউএনবিকে বলেন, 'অধ্যাপক ইউনূস জাতি পুনর্গঠনে সহায়তার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।’
প্রেস সচিব বলেন, নাগরিক গোষ্ঠী, প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক দল ও সুশীল সমাজ বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপকভাবে ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে সোচ্চার হবে।
আরও পড়ুন: বৃহস্পতিবার ঢাকায় আসছেন ড. ইউনুস
২ সপ্তাহ আগে
জাতীয় ঐক্য: আজ ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য পুনর্নিশ্চিত করার পর আজ (বৃহস্পতিবার) ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে খবর, বিকাল ৪টার দিকে এই বৈঠক শুরু হতে পারে।
বুধবার অধ্যাপক ইউনূস বলেছেন, কোনো শক্তিই ৫ আগস্টের পর থেকে গড়ে ওঠা সংহতি নষ্ট করতে বা জাতিকে কষ্টার্জিত স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারবে না।
আরও পড়ুন: সারা দুনিয়াকে জানাতে হবে, আমরা এক: প্রধান উপদেষ্টা
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের সময় সমাপনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেছেন, 'জাতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং এটি অটল থাকবে। কেউ আমাদের ঐক্য ভাঙতে পারবে না বা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না।’
তিনি জনগণের মধ্যে ভিন্ন মতামতের উপস্থিতি স্বীকার করে জোর দিয়ে বলেন, জাতির সম্মিলিত ঐক্যের বিষয়ে কোনো বিভেদ নেই।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইউএনবিকে বলেন, ' অধ্যাপক ইউনূস জাতি পুনর্গঠনে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ডেকেছিলেন।’
বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক ভুল তথ্য প্রচারণার বিরুদ্ধে নাগরিক সমাজ, প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সোচ্চার হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব।
আরও পড়ুন: এই দেশে আর কোনোদিন ভারতের আধিপত্য চলবে না: হাসনাত আব্দুল্লাহ
২ সপ্তাহ আগে
ধর্মীয় নেতা নয়, সরকার দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করছে: তথ্যমন্ত্রী
সরকার কোনো আলেম বা ধর্মীয় নেতাকে নয়, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘যে সব দুষ্কৃতিকারীরা ২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তাণ্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে, ফায়ার স্টেশন-রেল স্টেশনে হামলা করে ক্ষতি করেছে এবং যারা মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেপ্তার করছে।’
আরও পড়ুন: দেশ গড়ার ক্ষেত্রে সাংবাদিকরা ভূমিকা পালন করতে পারে: তথ্যমন্ত্রী
রাজধানীতে সরকারি বাসভবন থেকে বাংলাদেশ সংবাদ সংস্থা ও এটুআই আয়োজিত 'ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক অনলাইন কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাসান মহমুদ বলেন ‘কোনো ভালো আলেম এসব অপরাধের সাথে যুক্ত ছিল না, আলেমের মুখোশধারীরাই এসবে যুক্ত এবং সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে।
বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'বরাবরই বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে, অপশক্তি নিয়ে রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশকে আফগানিস্তান বানাতে চায়, তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করে। মামুনুল হক যেভাবে রাসূলকে (স.) ব্যঙ্গ করেছে, এটা যদি অন্য কেউ করতো, হেফাজতের নেতারা সারাদেশে মিছিল-মিটিং-শোরগোল করতেন আর মির্জা ফখরুল সাহেবরাও তাতে সুর মিলাতেন।'
আরও পড়ুন: মোদির বিরোধিতাকারীদের ইন্ধন দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সোমবার হেফাজতে ইসলামের নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, 'সরকারের সঙ্গে কেউ দেখা করতে চাইলে, দেখা করতেই পারে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন। কিন্তু তাতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ব্যত্যয় হবে না।'
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান এর আগে বাসসের কর্মশালায় দেয়া বক্তব্যে সংস্থাটির সকল জেলা প্রতিনিধিদের ল্যাপটপ সরবরাহের ওপর গুরুত্ব দেন।
বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং এটুআই প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান অনলাইনে বিশেষ অতিথির বক্তব্য দেন।
৩ বছর আগে