ফৌজদারি মোশন
হাইকোর্টের বেঞ্চ বাড়ল আরও দুটি
আইনজীবীদের অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে লকডাউন চলাকালে বিচারকার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্টে বেঞ্চের সংখ্যা বাড়ানো হলো দুটি। এ নিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা চারটি থেকে বেড়ে ছয়টি হলো।
নতুন দুটি বেঞ্চ গঠন করে বুধবার প্রধান বিচাপরতি সৈয়দ মাহমুদ হোসেনের স্বাক্ষরে আদেশ জারি করা হয়েছে। সব কটি বেঞ্চই ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করবেন।
আরও পড়ুন: চিকিৎসক পুলিশের পাল্টাপাল্টি বিবৃতি কাম্য নয়: হাইকোর্ট
নতুন যে দুটি বেঞ্চ গঠিত হয়েছে তা হলো-বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এবং বিচাপরতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। এ দুটি বেঞ্চে অতীব জরুরি জামিন আবেদন ও ফৌজদারি মোশনসহ বিভিন্ন ফৌজদারি মামলার শুনানি হবে।
এর আগে থেকে বসছেন বিচারপতি এম. ইনায়তুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি জেবি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ। এর মধ্যে দুটি বেঞ্চে জামিন আবেদনহ ফৌজদারি মামলার শুনানি হচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে নিয়মিত আদালত বন্ধ হয়ে গেছে। তবে জরুরি মামলা শুনানির জন্য হাইকোর্ট বিভাগে মাত্র চারটি বেঞ্চ খোলা ছিল। যেখানে গত ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্ট বিভাগে প্রতিদিন ৫২-৫৩টি বেঞ্চ শারীরিক ও ভার্চুয়ালি বসেছে। হাইকোর্ট বিভাগে বেঞ্চ সংখ্যা বাড়ানোর জন্য আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়ে আসছেন। এরই মধ্যে মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তারা।
আরও পড়ুন: এফবিসিসিআইয়ের নির্বাচন বন্ধে হাইকোর্টের রুল
এ অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হাইকোর্ট বিভাগে বেঞ্চ সংখ্যা বাড়ানোর দাবিতে বুধবার প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন জানায়। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের স্বাক্ষরে এ আবেদন করা হয়। এ আবেদন জানানোর কিছু সময় পর হাইকোর্ট বিভাগে বেঞ্চ সংখ্যা চারটি থেকে বাড়িয়ে ছয়টি করে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন।
৩ বছর আগে