প্রাইভেট কার
পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ নিহত ৮
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার থেকে ৮টি লাশ উদ্ধার করে।
নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪টি শিশু।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।
নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। রাতে কুয়াকাটা থেকে প্রাইভেটকারে করে শাওনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় যাচ্ছিল তারা। রাত আনুমানিক ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়।
স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
২ মাস আগে
শরীয়তপুরে প্রাইভেট কার উল্টে নিহত ১
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সড়কে গাড়ি উল্টে খাদে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার রাত তিনটার দিকে উপজেলার মাঝেরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাউছার মাঝি (২৮) উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চরভয়রা গ্রামের বাসিন্দা এবং উপজেলার চর ভয়রা এলাকার বারেক মাঝির ছেলে।
আরও পড়ুন: খুলনায় ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার
ডামুড্যা থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চরভয়রা গ্রামের বারেক মাঝির বড় ছেলে আল আমিন মাঝি (৪০) সোমবার রাতে সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তাকে নিয়ে সেখানে থেকে গ্রামের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা।
এ জন্য রাত ১১টার দিকে একটি প্রাইভেট কার ভাড়া করেন তারা। রাতে কুয়াশা থাকায় গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল চালকের।
রাত তিনটার দিকে শরীয়তপুর-ডামুড্যা সড়কের ডামুড্যা উপজেলার মাঝেরটেক এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পাঁচ যাত্রী খাদের পানিতে তলিয়ে গাড়ির ভেতর আটকে পড়েন।
সড়কের টহল পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কাউছার মাঝির মৃত্যু হয়।
আর গুরুতর আহত অবস্থায় তার ভাতিজি মুন্নি আক্তারকে (১৫) ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় আকাশ আহমেদ বলেন, হঠাৎ করেই অনেক চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হই। পরে রাস্তার পাশে পুকুরের মধ্যে একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখি। আমরা দ্রুত নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) সফি উল্লাহ বলেন, আমরা রাতে টহলে ছিলাম। হঠাৎ করেই ডাক চিৎকার শুনতে পেয়ে আমরা ছুটে আসি। স্থানীয়দের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
পথে কাউছার নামের একজনের মৃত্যু হয়।
ডামুড্যা ফায়ার সার্ভিস -এর ফায়ার ফাইটার হাসেম সিকদার বলেন, আমরা রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই।
সেখানে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
পরে আমরা নেমে গাড়িটি সার্চ করি।
আরও পড়ুন: বগুড়ায় আজিজুল হক কলেজ মাঠে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
বিয়ানীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু
সিলেটের বিয়ানীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মিলন বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন বেগম উপজেলার উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ানীবাজার-সিলেট সড়কের মেওয়া এলাকার কাসিমুল মাদরাসার সামনে সিলেটগামী প্রাইভেট কার পথচারী নারীকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে খাদে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুঁজি করে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ও এক যাত্রী আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা অপর যাত্রী দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি এলাকার ছমির উদ্দিনের ছেলে ইমরুল হোসেন (৩৫) ও কাজপুর এলাকার মঈন উদ্দিনের ছেলে আব্দুর রহমান (২৮)।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত
প্রাইভেট কারের ধাক্কায় মাগুরায় স্কুলছাত্রী নিহত
২ বছর আগে
সৌদিতে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার ৩ যুবক নিহত
সৌদিতে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার ৩ যুবক নিহত
কুমিল্লা, ২৬ আগস্ট (ইউএনবি)-সৌদি আরবে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। তাদের তিনজনই কুমিল্লার মনোহরগঞ্জের উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সৌদি আরবের আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনোহরগঞ্জের উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক খান (২৩) ও মো. পারভেজ (২১) এবং নরহরিপুর গ্রামের আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।
আরও পড়ুন:কুমিল্লায় ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১
২ বছর আগে
গাজীপুরে প্রাইভেট কারে মিলল শিক্ষক দম্পতির লাশ
গাজীপুরে প্রাইভেট কারের ভেতর থেকে শিক্ষক দম্পতির উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলার বড়বাড়ি বগারটেক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-নগরের টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী ইংরেজি বিভাগের শিক্ষিকা মাহমুদা আক্তার জলি।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল জানান, বুধবার সন্ধ্যায় প্রধান শিক্ষক জিয়াউর রহমান তার স্ত্রীকে নিয়ে নিজেদের প্রাইভেট কারে স্কুল থেকে বের হন। সন্ধ্যায় নিহতের ছেলে মেরাজের সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ তাদের কথা হয়। এরপর থেকে তাদের মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। রাতে তারা ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এবং পুলিশের খবর দেয়। পরে তাদের ছেলে বৃহস্পতিবার সকালে বাসা থেকে এক কিলোমিটার দূরে বগাটেক এলাকায় রাস্তার পাশে গাড়িটি এবং ভেতরেই বাবা ও মায়ের নিথর দেহ দেখতে পায়।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাহাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন তদন্ত টিম কাজ করছে।
২ বছর আগে
সীতাকুণ্ডে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে কারচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন যাত্রী।শুক্রবার সকালে উপজেলার বাড়বকুণ্ড বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত কার চালকের নাম মো. ফোরকান। তিনি বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের মো. শহীদুল্লাহ (৫৫), জাহানারা বেগম (৪৫) ও আরাফাত হোসেন(২২)।সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বাড়বকুণ্ড বাজারের কাছে মহাসড়কে পার্কিং করে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। ঢাকা থেকে আসা একটি দ্রুতগতি প্রাইভেট কার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান কার চালক। আহত হন কারে থাকা তিন যাত্রী। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম নিহত ও আহতদের উদ্ধার করেছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে দুর্ঘটনায় স্কুলছাত্র আহত, মাইক্রোবাসে আগুন
২ বছর আগে
দিনাজপুরে প্রাইভেট কার খাদে, তিন বন্ধু নিহত
দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
১৪০ কিলামিটার গতিতে চালানোর কারণে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। দুর্ঘটনায় কারটি দুমড়ে মুচড়ে গেছে ।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারীর মহল্লার বাসিন্দা আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক কপিল বসাকের ছেলে বর্ন বসাক (২২)। তিনি ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্মেন্টের ছাত্র। সৈয়দপুর বাউস্টরের ছাত্র কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪) এবং মুন্সিপাড়া মহল্লার মত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩)।
আরও পড়ুন: মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
আহতরা হলেন- মুন্সিপাড়া মহল্লার মাহাবুবের ছেলে তামজিদ (১৯) এবং বাহাদুর বাজার এলাকার পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের (ডিস লাইন ব্যবসায়ী) মালিক মাহামুদুন নবী পলাশের ছেলে রওনাক নবী প্রিয় (২৩)। আহতদের অবস্হা আশংকাজনক।
জানা গেছে, দিনাজপুর পঞ্চগড় রংপুর মহাসড়কের নশিপুর সাত মাইল নামক এলাকায় বাক ঘোরানোর সময় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারান চালক। এসময় কারটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে উল্টে পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই বর্ন বসাক নিহত হন। হাসপাতাল পাঠানোর পথে একজন এবং আজ ভোরের দিকে প্রাণ হারিয়েছে আরেক আরোহী। দুজনকে হাপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা পরষ্পর ঘনিষ্ঠ বন্ধু।
হাইওয়ে থানার ইনচার্জ এন এম মাসুদ জানান, দশমাইল হাইওয়ে থেকে প্রাইভেটকারে চড়ে তীব্র গতিতে শহরের বাড়িতে ফেরার সময় সাত মাইল মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকল কলেজ হাসপাতাল পাঠায়। প্রাইভেট কারটি উদ্ধার করে হেফাজতে নিয়েছেন তারা।
এদিকে হাসপাতালে আনা হলে বর্ন বসাক এবং ইমনকে মৃত বলে ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য জিয়া হার্ট ফাউন্ডশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট নেয়া হলে ভোরের দিকে শাহরিয়ার শাওন মারা যান।
আহত দুজনকে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২ বছর আগে
বগুড়ায় প্রাইভেট কার চালককে কুপিয়ে হত্যা, আটক ১
বগুড়া শহরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্য জনসম্মুখে এক প্রাইভেট কার চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহরের বনানী-মাটিডালী রোডের কানছগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম সুমন (২৮) রংপুর শহরের সাতগাড়া মিস্ত্রী পাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়ায় নিজস্ব প্রাইভেট কার ভাড়ায় চালাতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পর থেকে সুমনের প্রাইভেট কারটি শেরপুর রোডে কানছগাড়ি এলাকায় উপশম ডায়াগনস্টিক সেন্টারের সামনে অপেক্ষা করছিল। রাত ১১টার দিকে দুই যুবক আসলে সুমন গাড়ি থেকে নেমে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সুমনকে ছুরিকাঘাত করলে তিনি দৌড়ে পাশের একটি ফার্মেসির দোকানে প্রবেশ করেন। এ সময় ওই দুই যুবক ফার্মেসির ভিতরে প্রবেশ করে আবারও উপর্যুপরি ছুরিকাঘাত করে শেরপুর রোডের পশ্চিম পাশের গলি পথে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পড়ুন: উখিয়ায় শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা
হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের প্রাইভেট কার ও তার সাথে থাকা নারুলী এলাকার চয়ন নামের এক যুবককে আটক করে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
পড়ুন: ফরিদপুরে মাদরাসাছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা
৩ বছর আগে
লকডাউন: ঢাকার রাস্তায় প্রাইভেট কারের চলাচল বৃদ্ধি
কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো সত্ত্বেও প্রাইভেট কারের চলাচল গত কয়েকদিনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) নির্দেশনা অনুযায়ী, যে সকল ব্যক্তিরা তাদের মুভমেন্ট পাস পেয়েছেন তাদের নিজস্ব যানবাহনে চলাচল করার অনুমতি দেয়া হয়েছে এবং জরুরি পরিষেবায় নিয়োজিত ব্যক্তিদের এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি, প্রজ্ঞাপন জারি
অবশ্য বৃহস্পতিবার মিরপুর রোড, বনানী এবং মহাখালীসহ রাজধানীর অনেক রাস্তায় রিকশা চলাচল করতে দেখা গেছে।
লকডাউনে সরকার রপ্তানিমুখী শিল্পগুলো খোলা রাখায় পোশাক শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।
কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকার কঠোর লকডাউন কার্যকর করায় দোকান ও শপিংমলগুলো অবশ্য বন্ধ ছিল।
রাজধানীর বিভিন্ন এলাকায় চেক-পোস্ট স্থাপনের করে পুলিশ ও র্যা ব সদস্যদের যানবাহন ও লোকজনের চলাচল পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
ট্রাফিক ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, 'গত কয়েকদিনে ব্যক্তিগত যানবাহন ও রিকশার চলাচল বেড়েছে। তবে যাদের মুভমেন্ট পাস আছে আমরা কেবল তাদের যাতায়াত করার অনুমতি দিই।'
তিনি বলেন, 'জরুরি পরিষেবাতে নিয়োজিত ব্যক্তিরা অনায়াসেই চলাফেরা করতে পারে।'
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি সরকারকে ১৪ এপ্রিল থেকে আট দিনের সর্বাত্মক লকডাউন আরোপ করে। মন্ত্রিপরিষদ বিভাগ ১২ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল।
আরও পড়ুন: লকডাউনে খাদ্য ও আর্থিক সহায়তার দাবি অটোরিকশা, হালকা যানবাহনের কর্মীদের
পরবর্তীতে, কোভিড-১৯ পরিস্থিতির আরও অবনতি ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সরকার চলমান লকডাউনটি ২২ এপ্রিল থেকে আরও এক সপ্তাহ বাড়ানো হয়।
২০ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়, চলমান সর্বাত্মক লকডাউন ২২ এপ্রিল থেকে বাড়ানো হবে।
আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট এবং ব্যাংকিং কার্যক্রম চলবে এবং অন্যান্য বিধি-নিষেধ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
১৯ এপ্রিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, 'নতুন লকডাউনে আগের সপ্তাহের সকল বিধি-নিষেধ বহাল রেখে ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এটি আরও কঠোর হবে।'
মার্চ মাসের মাঝামাঝি থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেতে থাকায় সরকার এর বিস্তারকে নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপের হিসেবে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য দেশব্যাপী একটি লকডাউন আরোপ করে। পরে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও একটি কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছিল।
কোভিড-১৯ পরিস্থিতি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৩ জনে।
বৃধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৪ হাজার ২৮০ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৪০৮টি। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
এর আগে, ১৯ এপ্রিল, দেশের আগের সব রেকর্ড ভেঙে করোনায় ১১২ জনের মৃত্যু ঘটে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু ঘটে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩২ হাজার ৬০ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন যা মোট আক্রান্তের ৮৬.৭৭ শতাংশ।
৩ বছর আগে