মাটি বোঝাই ট্রাক্টরচাপা
মাটি বোঝাই ট্রাক্টরচাপায় রাজশাহীতে যুবক নিহত
রাজশাহীতে মাটি বোঝাই ট্রাক্টরচাপায় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে তিনটার দিকে মহানগরীর চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেরাজ (২৬) মহানগরীর উপকণ্ঠে কাটাখালী থানার কিসমত কুখন্ডীর এলাকার দুলালের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুর খনন প্রকল্পে গাড়ির হিসাব সংরক্ষণের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়দের বরাতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, রাতের আঁধারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুকুর থেকে খননকৃত মাটি নিয়ে যাওয়ার সময় সড়কের গর্তে চাকা পড়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরে অবস্থানরত মেরাজ পড়ে গিয়ে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন।
ওসি জানান, চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।
সারাদেশে গত মার্চে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত এবং আহত হয়েছেন ৫৯৮ জন। সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন:তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
সংগঠনটি ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
নিহতদের মধ্যে নারী ৭৮, শিশু ৬৩।
সবচেয়ে বেশি ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৭ জন, যা মোট নিহতের ২৮.৬৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩.৭৪ শতাংশ। দুর্ঘটনায় ১৩৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৬.৫১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮২ জন, অর্থাৎ ১৫.৯৮ শতাংশ।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
এই সময়ে ২টি নৌ-দুর্ঘটনায় দুজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। ১৫টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
৩ বছর আগে