ভবিষ্যতে বাণিজ্য
বৃহত্তর বাণিজ্য, সংযোগ ব্যবস্থা ঢাকা-দিল্লি সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যতকে ধারণ করে: দোরাইস্বামী
পণ্যের ভবিষ্যতে মূল্য সংযোজনকে কেন্দ্র করে বাণিজ্য বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সম্ভাব্য মূল চালক হয়ে উঠতে পারে বলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন। তবে, এক্ষেত্রে পরিবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে।
তিনি বলেন, 'আমাদের বাণিজ্য ও সম্পূর্ণ নতুন কাঠামোর দিকে নজর দেয়া উচিত। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে বাণিজ্য আমাদের বন্ধুত্বের মূল চালিকা হয়ে উঠবে।' তিনি আরও জানান, পরবর্তী প্রজন্মের সমস্যা কীভাবে মোকাবিলা করতে হবে সে সম্পর্কে দুই দেশকে দুরদর্শী হওয়া দরকার।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে প্রিমিয়ার করা 'বাংলাদেশ-ভারত সম্পর্ক: ভবিষ্যতের সম্ভাবনা' শীর্ষক একটি আলোচনা সভায় মূল বক্তব্য দেয়ার সময় হাইকমিশনার দোরাইস্বামী এই মন্তব্য করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কসমসের ভার্চুয়াল সভা বৃহস্পতিবার
বাংলাদেশ ও ভারতের অভিজ্ঞ রাষ্ট্রদূত তারিক এ করিম, দক্ষিণ এশিয়ান স্টাডিজের পরিচালক, সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যাপক সি রাজা মোহন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, পলিসি ডায়ালগ সেন্টারের (সিপিডি) বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয়া ভট্টাচার্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএস) সভাপতি মেজর জেনারেল (অব.) আ. ন. ম মুনিরুজ্জামান, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ব্রিগেডিয়ার ড. জেনারেল (অব.) শাহেদুল আনাম খান এবং সাবেক ভারতীয় পররাষ্ট্রসচিব কৃষ্ণান শ্রীনীবাসন- দু'দেশের সম্পর্কের অবস্থা মূল্যায়ন এবং এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে যে চ্যালেঞ্জ এবং সুযোগগুলো রয়েছে তা শনাক্ত করার জন্য অনলাইন আলোচনা সভায় অংশ নেন।
৩ বছর আগে