ক্ষতিপূরণ মামলা
চট্টগ্রামে পিকে হালদারের বিরুদ্ধে ৯০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা নিয়ে বিদেশ পলাতক পিকে হালদারের বিরুদ্বে ৯৩০ কোটি ৮ লাখ ৫৩৭ টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী।
রবিবার বিকালে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খাইরুল আমীন এর আদালতে এ মামলা দায়ের করেন।
শুনানি শেষে আদালত পিকে হালদারসহ ৫ আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
আরও পড়ুন: পিকে হালদারের ২ সহযোগী গ্রেপ্তার
মামলার অন্য আসামিরা হলেন রতন কুমার বিশ্বাস, উজ্জল কুমার নন্দী, মো. জাহাঙ্গীর আলম ও সিদ্দিকুর রহমান।
আরও পড়ুন: টকশো’তে পিকে হালদার: একাত্তর টিভির ব্যাখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট
আদালতে পিকে হালদারের বিরুদ্বে মামলাটি দায়ের করেন ক্রিস্টাল গ্রুপের কর্ণধার মোহাম্মদ আলীম চৌধুরীর পক্ষে শোয়ায়েব উর রশিদ। কক্সবাজারের রেডিসন ব্লু হোটেলের শেয়ার কিনে টাকা এবং শেয়ার হস্তান্তর না করায় মামলা দায়ের করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী রাসেল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: অর্থপাচারকারী পিকে হালদারের বান্ধবী ৩ দিনের রিমান্ডে
তিনি জানান, মামলার বাদী আবদুল আলীম চৌধুরী কক্সবাজারে একটি পাচঁ তারকা হোটেল নির্মাণে শেয়ার হস্তান্তর ও বিনিয়োগ না করে আসামিরা উল্টো টাকা আত্মসাৎ করেন। এর ক্ষতিপূরণ বাবদ ৯৩০ কোটি ৮ লাখ ৫৩৭ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। এর আগে পিকে হালদারের বিরুদ্বে প্রতারণার আরও একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী আবদুল আলীম চৌধুরী।
৩ বছর আগে