গোদারপাড়া
বগুড়ায় ড্রেন থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
বগুড়ায় ড্রেনে ফেলে রাখা এক অটোরিকশা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টায় বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকায় একটি ড্রেন থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক নাইম (২২) শহরের ফুলবাড়ী দক্ষিণ পাড়ার রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে. বগুড়া সদর থানার এরুলিয়া ইউনিয়নের গোদারপাড়া এলাকায় কামাল মেটাল ইন্ডাস্ট্রিজের পাশ দিয়ে কাঁচা ড্রেন থেকে দুর্গন্ধ পেয়ে ওই পথের লোকজন ড্রেনের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকা লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হলে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।
নিহতের চাচা মিঠু জানান, গত রবিবার নাইম অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় সোমবার সদর থানায় জিডি করা হয়েছে।
তিনি বলেন, নাইমের অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে রাখা হয়েছিলে।
৩ বছর আগে