ট্রাক-ভটভটির সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির সংঘর্ষে ৩ শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ধান কাটাতে যাওয়া তিন জন শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধানসুরামোড় এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।
নিহতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তাজেমুলের ছেলে তোসিকুল ইসলাম ও নজরুল ইসলামের ছেলে আলাউদ্দিন হক।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কায় ২ নারী নিহত
নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বরাতে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নাচোল-আড্ডা সড়কের ধানসুড়ামোড় এলাকায় নাচোল অভিমুখে আসা একটি ধান ও ধানের চারা ভর্তি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে যাওয়াা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভটভটিতে থাকা ধান কাটাতে যাওয়া তিন শ্রমিক নিহত হন। এছাড়া এঘটনায় আহত হয়েছেন আরও সাত ৭জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার-সার্ভিস তাদেরকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে পাঁচ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
৩ বছর আগে