টিকা কার্যক্রম
সিনোফার্ম-ফাইজারের টিকা কার্যক্রম ১৯ জুন থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৯ জুন থেকে সিনোফার্ম এবং ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও প্রথম ডোজ শুরু হচ্ছে।’
সোমবার (১৪ জুন) বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাতে যতটুকু ভ্যাকসিন পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।
আরও পড়ুন: সিনোফার্মের দ্বিতীয় দফায় ৬ লাখ টিকা দেশে পৌঁছেছে
জাহিদ মালেক বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।’
তিনি বলেন, হাসপাতালের ছবি দেখিয়ে করোনা নিয়ন্ত্রণ হবে না।
এসময় করোনার উৎপত্তিস্থলের ছবি টেলিভিশনে প্রচারের আহ্বান জানান তিনি।
চীন থেকে দুই দফায় উপহার হিসেবে দেশে ১১ লাখ ডোজ ও ফাইজার থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। সরকারের হাতে সব মিলিয়ে প্রথম ডোজ শুরু করার জন্য টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ।
আরও পড়ুন: কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
দেশে করোনা পরিস্থিতি
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ১৭২ জনে দাঁড়াল।
আরও পড়ুন: কোভিড-১৯: প্রতি মাসে ২৫ লাখ লোককে টিকা দেবে সরকার
এছাড়া ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনে পৌঁছেছে।
৩ বছর আগে
কোভিড-১৯: দেশে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৭.৯১ শতাংশ
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৮ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৫৪৯ জনে দাঁড়াল।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭.৯১ শতাংশ। শুক্রবার এই হার ছিল ৯.৩০ শতাংশ।
এছাড়া একদিনে ১ হাজার ৪৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে পৌঁছেছে।
এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩১ জন মারা গেছেন। এছাড়া ১ হাজার ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৭ জন। মোট সুস্থ ৭ লাখ ৩৭ হাজার ৭০৮ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ। মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ কোটি ৯২ লাখের ছাড়িয়েছে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯২ ছাড়ালো
১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকার সুযোগ আছে: স্বাস্থ্য অধিদপ্তর
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৫ লাখ ১৮ হাজার ৬৯৮ জন।
বিশ্বে এ পর্যন্ত ১৮০ কোটি ৮১ লাখ ৯৪ হাজার ১৮৫ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৩৯ হাজার ৫০৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৩ হাজার ৩৩৮ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ১৮ হাজার ৮৯৫ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৪৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৯৩০ জন।
৩ বছর আগে
বিশ্বে করোনায় মৃত্যু ৩৪ লাখ ৬৯ হাজার ছাড়াল
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। ইতোমধ্যেই বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৭১ লাখ ১৭ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৪ লাখ ৬৯ হাজার ৬৪০ জন।
আরও পড়নু: বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ কোটি ৭১ লাখ ছাড়াল
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৪১ হাজার ১৫৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯০ হাজার ৫১৬ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন।
আরও পড়ুন: করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভারতের, অবনতি চলমান
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৮৫৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৫৬ জন।
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবৃতি থেকে জানা যায় করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৪০১ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪১ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৮.৪১ শতাংশ
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.১৫ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। মোট সুস্থ ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশ। মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।
এর আগে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ২৮ জন মারা গিয়েছে এবং ১ হাজার ৩৫৪ জন করোনায় আক্রান্ত হয়।
৩ বছর আগে
করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় মহমারি করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবৃতি থেকে জানা যায় করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৮ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৩৭৬ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৮.৪১ শতাংশ
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.৯০ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৯ জন। মোট সুস্থ ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ। মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।
আরও পড়ুন: তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন: মেয়র আতিক
এর আগে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩৮ জন মারা গিয়েছে এবং ১ হাজার ২৮ জন করোনায় আক্রান্ত হয়।
বিশ্ব পরিস্থিতি
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৪ লাখ ৪৯ হাজার ৩৯৯ জন।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দেবে চীন
ভ্যাক্সিন আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত ১৬৩ কোটি ২৯ লাখ ২৯ হাজার ৭৬৩ জনকে বিশ্বব্যাপী করোনার টিকা দেয়া হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৩ হাজার ১১৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৮৯ হাজার ৬৭০ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জন এবং মারা গেছে ২ লাখ ৯৫ হাজার ৫১৫ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২০৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন।
৩ বছর আগে
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে
মহামারি করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
শুক্রবার বিকালে অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে দেশে আরও ২৬ জন মারা গেছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ৩১০ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে পৌঁছেছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানায়, ২৪ ঘণ্টায় ৩৬ জন মারা যায় এবং ১ হাজার ৪৫৭ জন করোনায় আক্রান্ত হয়।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৪৫৭
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.২২ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৯ জন। মোট সুস্থ ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ। মৃত্যুর হার ১.৫৬ শতাংশ।
আরও পড়ুন: টিকা পেতে কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
বিশ্ব পরিস্থিতি
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫০ লাখের মাইলফলক ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শ্রক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৪ লাখ ২৫ হাজার ৬৪৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৮০১ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৮৮ হাজার ৫৩১ জন।
আরও পড়ুন: করোনা: এক বছরে শাবির ল্যাবে ৫৮ হাজার ৫৪১ জনের নমুনা পরীক্ষা
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৭৪ জন এবং মারা গেছে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৩৯১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৫৫৮ জন।
৩ বছর আগে