ইয়াস মোকাবিলার সাতক্ষীরায় ব্যাপক প্রস্তুতি
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলার সাতক্ষীরায় ব্যাপক প্রস্তুতি
জেলা ও প্রতিটি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলার সাতক্ষীরায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলায় ১৪৫ সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি দেড় হাজার স্কুল, কলেজ, মাদরাসাকে ইতোমধ্যে পরিষ্কার পরিছন্ন করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে যেন দুর্যোগ প্রবণ এলাকার মানুষ আশ্রয় নিতে পারে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আগামীকাল ১৪০টি ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করবেন: প্রতিমন্ত্রী
এদিকে, সুন্দরবনের ভেতরে জেলে,মৌয়াল,বাওয়ালীদেরকে নিরাপদে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বনবিভাগ।
মঙ্গলবার সকাল থেকেই উকপূলীয় এলাকায় মাঝে মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন। তবে সাতক্ষীরা জেলা শহরে মাঝে মাঝে রোদ উঠছে, তবে কোন দমকা হাওয়া বইতে দেখা যায়নি। গরমের তীব্রতা কমে গেছে। নদীর পানি এক থেকে দেড় ফুট বৃদ্ধি পয়েছে। এলাকার মানুষ বেশ আতঙ্কের মধ্যে রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। নগদ ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৮৩ মেট্রিক টন খাদ্য মজুদ রাখা হয়েছে। প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবক দল , রেড ক্রিসেন্ট দলকে প্রস্তুত রাখা হয়েছে। মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে আসে সেজন্য পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া যেসব এলাকায় বেড়িবাঁধ অধীক ঝুকিপূর্ণ সেসব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় সংস্কার করা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ইয়াস’মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে তিনগুণ আশ্রয়কেন্দ্র প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সাতক্ষীরা পাউবো-১ ও পাউবো-২ এর আওতায় প্রায় ৭০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ণ । আর অধীক ঝুকিপূর্ণ প্রায় ১০০ কিলোমিটার বেড়িবাঁধ। স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষকে সাথে নিয়ে গত কয়েকদিন ধরে বেড়িবাঁধ মেরামতের কাজ চলছে।
৩ বছর আগে