মৃত হরিণ
জোয়ারের পানিতে ভেসে এল দুটি মৃত হরিণ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানির চাপে বন থেকে ভেসে যাওয়া দুটি চিত্রল হরিণ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে সুন্দরবনের দুবলারচর এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বলেশ্বর নদী থেকে মৃত ওই হরিণ দু’টি উদ্ধার করে বন বিভাগ ও স্থানীয় লোকজন।
তবে পানিতে সুন্দরবনের বন্য প্রাণীর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি বন বিভাগ। তবে পানিতে সুন্দরবনের মিষ্টি পানির পুকুর ও অফিসসহ বেশ কিছু অবকাঠামোর ক্ষতির তথ্য জানিয়েছে বন বিভাগ।
আরও পড়ুন: ভোলায় ইয়াসের প্রভাবে চরাঞ্চল প্লাবিত, ৫০ হাজার মানুষ পানিবন্দি
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, অস্বাভাবিক জোয়ারের পানিতে সুন্দরবনের বিভিন্ন এলাকা ডুবে যায়। বুধবার দুপুরে জোয়ারের সময় সুন্দরবনের মধ্যে দিয়ে ৫ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। পানির চাপে সুন্দরবন থেকে ভেসে যাওয়া দু’টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। পরে ওই মৃত হরিণ দু’টি মাটি চাপা দিয়ে রাখা হয়েছে।
বেলায়েত হোসেন জানান, ইয়াসের প্রভাবে ঝড় ও জলোচ্ছাসে সুন্দরবনের ১১টি জেটি, ৬টি মিষ্টি পানির পুকুর, বন বিভাগের দু’টি অফিস, একটি স্টাফ ব্যারাক, ১২টি রাস্তা, একটি ফুটটেইল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ বছর আগে