জাতিসংঘের সফররত শীর্ষ কর্মকর্তা
ভাসানচরে যাবেন জাতিসংঘের সফররত ২ শীর্ষ কর্মকর্তা
কক্সবাজার রোহিঙ্গা শিবির ও ভাসানচরে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে চার দিনের সফরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর দুই শীর্ষ কর্মকর্তা বর্তমানে বাংলাদেশে পৌঁছেছেন।
রবিবার দুই সদস্যের এই প্রতিনিধিদল ঢাকা পৌঁছায়।
জাতিসংঘের প্রতিনিধি দলে রয়েছেন- গিলিয়ান ট্রিগস ও রউফ মাজাউ। এই দুই প্রতিনিধিই ইউএনএইচসিআর-এর সহকারী দূত হিসেবে যথাক্রমে সুরক্ষা এবং অপারেশন্স এর দায়িত্বে নিয়োজিত।
আরও পড়ুন: জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল ’পেলেন বাংলাদেশি ৮ শান্তিরক্ষী
একজন উর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে জানান, তারা ঢাকায় কিছু আলোচনা সভা করবেন এবং কক্সবাজার ও ভাসানচর পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে। তবে তাদের কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি।
ওই কর্মকর্তা আরও জানান, সোমবার তারা প্রথমে ভাসানচরে সফর করতে পারেন।
বাংলাদেশ সরকার কক্সবাজার ও ভাসানচরে ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে। জাতিসংঘের সংস্থাগুলো খুব দ্রুত ভাসানচরে তাদের কার্যক্রম শুরু করবে বলে আশা করে বাংলাদেশ।
আরও পড়ুন: জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় ৭ মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন
সরকার ভাসানচরে ১ লাখ রোহিঙ্গাকে ধীরে ধীরে স্থানান্তরিত করার পরিকল্পনা নিয়েছে এবং ইতোমধ্যে প্রায় ২০ হাজার সেখানে স্থানান্তর করেছে।
ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ভাসানচরের জীববৈচিত্র কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়স্থলে কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ
৩ বছর আগে